১. প্রশ্ন: এটি কী নামে পরিচিত?
উত্তর: এটি পোস্টার নামে পরিচিত। পোস্টারের আকার খুব বড় হয় না। এটি সাধারণত কাগজে মুদ্রিত বা হাতে লেখা হয়ে থাকে।
২. প্রশ্ন: এর ব্যবহার কী?
উত্তর: এখানে হলুদিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে বিজ্ঞানমেলা সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে ও তাদের অংশগ্রহণে উৎসাহিত করতে পোস্টারের ব্যবহার করা হয়েছে।
৩. প্রশ্ন: এ রকম নমুনা তুমি কি কোথাও দেখেছ? কোথায় দেখেছ?
উত্তর: হ্যাঁ, দেখেছি। নির্বাচনের সময়ে দেয়ালে সাঁটানো বা রাস্তায় দড়ি দিয়ে পোস্টার ঝুলিয়ে রাখতে দেখেছি। তা ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড প্রচারের কাজেও এর ব্যবহার দেখেছি।
৪. প্রশ্ন: এটি কী নামে পরিচিত?
উত্তর: এটি প্ল্যাকার্ড নামে পরিচিত। শক্ত কাগজে, ধাতব পাতে, কাঠে, কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিকের পর্দায় বক্তব্য লিখে প্ল্যাকার্ড তৈরি করা হয়। এটিকে উঁচু করে ধরার জন্য একটি লম্বা হাতল থাকে।
৫. প্রশ্ন: এর ব্যবহার কী?
উত্তর: এখানে কোনো শোভাযাত্রা বা মিছিলে স্লোগানের সময় ভাষা আন্দোলনের গুরুত্ব প্রচারের কাজে প্ল্যাকার্ডের ব্যবহার করা হয়েছে।
৬. প্রশ্ন: এ রকম নমুনা তুমি কি কোথাও দেখেছ? কোথায় দেখেছ?
উত্তর: হ্যাঁ, দেখেছি। বিভিন্ন মিছিলে ও শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের প্ল্যাকার্ড বহন করতে দেখেছি।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা