১১. বিশুদ্ধ পানির pH কত?
ক. ৫.৫ খ. ৭
গ. ৮ ঘ. ৮.৫
১২. কোন জলীয় দ্রবণ ক্ষারীয় হলে pH এর মান কত?
ক. ৭–এর কম খ. ৭–এর বেশি
গ. ৭–এর সমান ঘ. ৮–এর কম
১৩. পানির সংকেত কোনটি?
ক. H2O খ. H2
গ. H3O ঘ. HCl
১৪. কোন জলীয় দ্রবণ অ্যাসিডিক হলে pH –এর মান কত হবে?
ক. ৭–এর কম খ. ৭–এর বেশি
গ. এর–সমান ঘ. ৮–এর কম
১৫. পৃথিবীর মোট পানির শতকরা কত ভাগ হিমবাহ ও তুষার থেকে আসে?
ক. ১ ভাগ খ. ২ ভাগ
গ. ৪ ভাগ ঘ. ৬ ভাগ
১৬. পৃথিবীতে মানুষের ব্যবহার উপযোগী পানির পরিমাণ শতকরা কত ভাগ?
ক. ১ ভাগ খ. ২ ভাগ
গ. ১০ ভাগ ঘ. ৪০ ভাগ
১৭. মানুষের প্রয়োজনীয় প্রোটিনের শতকরা প্রায় কত ভাগ মাছ থেকে আসে?
ক. ৬০ ভাগ খ. ৭০ ভাগ
গ. ৮০ ভাগ ঘ. ৯০ ভাগ
১৮. জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১ লিটার পানিতে ন্যূনতম কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন?
ক. ২ মিলিগ্রাম খ. ৩ মিলিগ্রাম
গ. ৪ মিলিগ্রাম ঘ. ৫ মিলিগ্রাম
১৯. ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি লবণাক্ত?
ক. ৭০ ভাগ খ. ৮৭ ভাগ
গ. ৯৭ ভাগ ঘ. ৯৮ ভাগ
২০. ৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কত হয়?
ক. ১ গ্রাম/সিসি
খ. ১০ গ্রাম.সিসি
গ. ১০০ গ্রাম.সিসি
ঘ. ১০০০ গ্রাম/সিসি
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১.খ ১২.খ ১৩.ক ১৪.ক ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.ঘ ১৯.গ ২০.ক
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা