পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১. একটি ব্যবসায়ে অনিশ্চয়তা থেকে কী তৈরি হয়?
ক. অনিশ্চয়তা খ. ঝুঁকি
গ. আয় ঘ. ক্ষতি
২. মানুষের ব্যক্তিগত জীবনের মতো ব্যবসায়িক ক্ষেত্রে কোনটি দেখা যায়?
ক. অনিশ্চয়তা খ. সুখ
গ. পরিবার ঘ. নিশ্চয়তা
৩. ব্যবসায়ে ঝুঁকির আরেকটি ধারণাকে কী বলে?
ক. সমতা খ. উত্থান-পতন
গ. নিরাপত্তা ঘ. স্থিতিশীলতা
৪. আধুনিক কালে ঝুঁকি বলতে কী বোঝায়?
ক. অনিশ্চয়তার যে অংশ অপরিমেয়
খ. নিশ্চয়তার যে অংশ পরিমাপযোগ্য
গ. অনিশ্চয়তার যে অংশ পরিমাপযোগ্য
ঘ. নিশ্চয়তার যে অংশ অপরিমেয়
৫. কারবারে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে সংক্ষেপে কী বলে?
ক. মৌলিক ঝুঁকি খ. ফটকা ঝুঁকি
গ. আর্থিক ঝুঁকি ঘ. খাঁটি ঝুঁকি
৬. একটি কারবারে কোনটি থেকে আর্থিক ঝুঁকি তৈরি হয়?
ক. দায় পরিশোধের অক্ষমতা থেকে
খ. দায় পরিশোধের ক্ষমতা থেকে
গ. আর্থিক সচ্ছলতা থেকে
ঘ. মুনাফা অর্জনের ক্ষমতা থেকে
৭. ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ কোনটি?
ক. সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয়
খ. অগ্রাধিকার শেয়ার থেকে প্রাপ্ত আয়
গ. কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ড থেকে প্রাপ্ত আয়
ঘ. সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল থেকে প্রাপ্ত আয়
৮. সাধারণত ঝুঁকি বলতে কী বোঝায়?
ক. খারাপ কোনো কিছু ঘটার নিশ্চয়তা
খ. খারাপ কোনো কিছু ঘটার আশঙ্কা
গ. কোনো কিছু ঘটার সম্ভাবনা
ঘ. ভালো কোনো কিছু ঘটার নিশ্চয়তা
৯. যদি কোম্পানি কোনো বহিঃস্থ অর্থায়ন না করে, তাহলে মুনাফাসংক্রান্ত যে অনিশ্চয়তা তৈরি হয়, তাকে কী বলে?
ক. অভ্যন্তরীণ ঝুঁকি
খ. ব্যবসায়িক ঝুঁকি
গ. বহিঃস্থ ঝুঁকি
ঘ. অপূরণীয় ঝুঁকি
১০. কারবারে বহিঃস্থ উৎস থেকে অর্থায়ন করলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়?
ক. আর্থিক ঝুঁকি খ. মৌলিক ঝুঁকি
গ. ফটকা ঝুঁকি ঘ. ব্যবসায়িক ঝুঁকি
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.খ ২.ক ৩.খ ৪.গ ৫.গ ৬.ক ৭.ঘ ৮.খ ৯.খ ১০.ক
মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা