পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১১. হজরত মুহাম্মদ (সা.)–এর মিরাজের ঘটনাকে সর্বপ্রথম বিশ্বাস করেন?
ক. খাদিজা (রা.)
খ. আবুবকর (রা.)
গ. জায়েদ বিন হারিস (রা)
ঘ. আলী (রা.)
১২. কত খ্রিষ্টাব্দে সর্বপ্রথম আকাবার শপথ অনুষ্ঠিত হয়?
ক. ৬১০ খ. ৬১৫
গ. ৬২০ ঘ. ৬২৪
১৩. কোন খ্রিষ্টাব্দকে ‘আমুল হুযন’ বা দুঃখ বেদনার বছর বলে?
ক. ৬১০ খ. ৬১৯
গ. ৬২৫ ঘ. ৬৩২
১৪. হিজরতের সময় মহানবী (সা.)-এর সঙ্গী কে ছিলেন?
ক. আবুবকর (রা.)
খ. ওমর (রা.)
গ. ওসমান (রা.)
ঘ. আলি (রা.)
১৫. হিজরি সন প্রবর্তন করেন কে?
ক. হজরত মুহাম্মদ (সা.)
খ. আবুবকর (রা.)
গ. ওমর (রা.)
ঘ. মুয়াবিয়া (রা.)
১৬. হজরত মুহাম্মদ (সা.) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন?
ক. ৬১০ খ. ৬১৫
গ. ৬২০ ঘ. ৬২২
১৭. মদিনার সনদ কত খ্রিষ্টাব্দে স্বাক্ষরিত হয়?
ক. ৬১০ খ. ৬২২
গ. ৬২৪ ঘ. ৬২৮
১৮. বদর যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
ক. ৬২২ খ. ৬২৪
গ. ৬২৫ ঘ. ৬২৭
১৯. বদর যুদ্ধে কতজন মুসলিম সেনা শহীদ হয়?
ক. ৬ খ. ৮
গ. ১৪ ঘ. ৭০
২০. কত খ্রিষ্টাব্দে ওহুদের যুদ্ধ সংঘটিত হয়?
ক. ৬২২ খ. ৬২৪
গ. ৬২৫ ঘ. ৬২৮
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১.খ ১২.গ ১৩.খ ১৪.ক ১৫.গ ১৬.ঘ ১৭.গ ১৮.খ ১৯.গ ২০.গ
শেখ মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)