৪১. ‘গুণহীন চিরদিন থাকে পরাধীন’—নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কতৃ কারকে শূন্য
খ. কর্ম কারকে শূন্য
গ. করণ কারকে শূন্য
ঘ. অপাদান কারকে শূন্য
৪২. ‘ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।’ নিম্নরেখ শব্দটি কোন কারকের উদাহরণ?
ক. কর্তা খ. কর্ম
গ. করণ ঘ. অপাদান
৪৩. ‘লোকটা জাতিতে বৈষ্ণব’—এখানে ‘জাতিতে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃ কারকে ২য়
খ. কর্মে শূন্য
গ. করণে সপ্তমী
ঘ. অধিকরণে সপ্তমী
৪৪. যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয় তা কোন কারক?
ক. অপাদান খ. অধিকরণ
গ. সম্বন্ধ ঘ. কর্তৃ
৪৫. ‘বিকেল চারটায় স্কুল ছুটি হবে।’—বাক্যটি কোন কারকের উদাহরণ?
ক. করণ খ. কর্ম
গ. অপাদান ঘ. অধিকরণ
৪৬. ‘বাবা বাড়িতে নেই’—নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. কালাধিকরণে
গ. অধিকরণে শূন্য
ঘ. অপাদানে ২য়
৪৭. ‘জ্ঞানের আলোকে’—কোন সম্বন্ধ পদ?
ক. উপাদান খ. অংশ
গ. কৃতি ঘ. অভেদ
৪৮. করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?
ক. মেয়েটির চুলে লাল ফিতা বাঁধা
খ. ঠান্ডা জলে বাষ্প হয় না
গ. শিকারি বিড়াল গোঁফে চেনা যায়
ঘ. দুঃখ যেন করিতে পারি জয়
৪৯. ‘শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।’ এখানে ‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে ৭মী খ. কর্মে ৭মী
গ. করণে ৭মী ঘ. অপাদানে ৭মী
৫০. ‘মেঘে বৃষ্টি হয়।’ এখানে ‘মেঘে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে ৭মী খ. কর্মে ৭মী
গ. অপাদানে ৭মী ঘ. করণে ৭মী
সঠিক উত্তর
পরিচ্ছদ ৩৫: ৪১.ক ৪২.গ ৪৩.খ ৪৪.খ ৪৫.ঘ ৪৬.গ ৪৭.ঘ ৪৮.গ ৪৯.গ ৫০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা