৬. প্রশ্ন: কত সালে ডাক্তারি পড়ার জন্য জগদীশচন্দ্র বসু ইংল্যান্ডে যান?
উত্তর: ১৮৮০ সালে।
৭. প্রশ্ন: গণিতের সবচেয়ে উঁচু ডিগ্রির নাম কী?
উত্তর: র৵াংলার।
৮. প্রশ্ন: জগদীশচন্দ্রের কোন শিক্ষক নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তর: লর্ড র৵ালে।
৯. প্রশ্ন: উদ্ভিদের যে প্রাণ আছে তা কে প্রমাণ করেন?
উত্তর: জগদীশচন্দ্র বসু।
১০. প্রশ্ন: উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: ক্রেসকোগ্রাফ।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা