এইচএসসি ২০২৪ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১.প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি?

ক. নিমিত্তবাদ খ. সম্ভাবনাবাদ

গ. পরিবেশবাদ ঘ. নব্য সম্ভাবনাবাদ

২. মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি?

ক. বসতি খ. সমুদ্রস্রোত

গ. ভূমিরূপ ঘ. হিমবাহ

৩. মানবীয় ভূগোলের প্রধান উপাদান কোনটি?

ক. হিমবাহ খ. জলবায়ু

গ. মানুষ ঘ. ভূমিরূপ

৪. মানব ভূগোল হলো—

i. মানুষ সম্পর্কিত জ্ঞান

ii. স্থান সম্পর্কিত জ্ঞান

iii. স্থানভেদে মানুষের সামাজিক অবস্থা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা প্রভৃতি ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?

ক. নগর ভূগোল

খ. বসতি ভূগোল

গ. রাজনৈতিক ভূগোল

ঘ. সাংস্কৃতিক ভূগোল

৬. ভাষা, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে শাখা আলোচনা করে তার নাম—

ক. নগর ভূগোল

খ. সাংস্কৃতিক ভূগোল

গ. জনসংখ্যা ভূগোল

ঘ. গ্রামীণ ভূগোল

৭. অর্থনৈতিক ভূগোলে আলোচিত হয়—

i. শিকার ও সংগ্রহবিষয়ক কর্মকাল

ii. গ্রাম ও নগর বসতিবিষয়ক কর্মকাল

iii. উত্তোলন ও আহরণবিষয়ক কর্মকাল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৮. ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?

ক. ফ্রান্স খ. স্পেন

গ. পর্তুগাল ঘ. গ্রেট ব্রিটেন

৯. নিচের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি?

ক. ইউরোপ

খ. অ্যান্টার্কটিকা

গ. উত্তর আমেরিকা

ঘ. দক্ষিণ আমেরিকা

১০. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

ক. আফ্রিকা খ. এশিয়া

গ. ইউরোপ ঘ. অস্ট্রেলিয়া

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.ক ২.ক ৩.গ ৪.ঘ ৫.ঘ ৬.খ ৭.গ ৮.গ ৯.ক ১০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা