[পূর্ববর্তী লেখার পর]
এসএসসি পরীক্ষা ২০২৪ উপলক্ষে বাংলা ২য় পত্রের পরিচ্ছেদ ১৫,পরিচ্ছেদ ১৬, পরিচ্ছেদ ১৭, পরিচ্ছেদ ১৮ ও পরিচ্ছেদ ১৯ থেকে বহুনির্বাচনি প্রশ্নগুলো দেখব আজকে।
১. বিশেষ্য ও বিশেষণের নারী ও নরভেদের নাম কী?
ক. বচন খ. নির্দেশক
গ. বলক ঘ. লিঙ্গ
২. নিচের কোন শব্দটি উভয় লিঙ্গ প্রকাশক?
ক. সন্তান খ. ভেড়ি
গ. ছাত্র ঘ. ঘর
৩. ‘উভলিঙ্গ’ কোনটি?
ক. গাড়ি খ. মন্ত্রী
গ. মানুষ ঘ. পাখি
৪. কোন শব্দটি অপত্নীবাচক?
ক. মাতা খ. দাদি
গ. চাচি ঘ. শিক্ষিকা
৫. নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?
ক. কৃতদার খ. ছেলে
গ. নেতা ঘ. বাবা
৬. নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ?
ক. শিক্ষিকা খ. জেলেনি
গ. মেয়ে ঘ. সতিন
৭. ‘–অক’ প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময়ে ‘–অক’–এর জায়গায় কী হয়?
ক.–একা খ. –ওকা
গ. –ইকা ঘ. –আকা
৮. নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই?
ক. বেগম খ. ভাই–বোন
গ. ছেলে বউ ঘ. গায়িকা
৯. বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে কোন বাচক করা হয় না?
ক. নারীবাচক খ. নরবাচক
গ. ক্লীববাচক ঘ. পদবাচক
১০. কোন ধরনের শব্দের নরবাচক অথবা নারীবাচক রূপ হয়?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. সর্বনাম
গ. ক্রিয়া
ঘ. আবেগ
১১. নরবাচক শব্দের শেষে ‘ঈ’ থাকলে নারীবাচক শব্দে ‘নী’ হয়, এর উদাহরণ কোনটি?
ক. সুন্দরী খ. বাঘিনী
গ. ভিখারিনী ঘ. গোয়ালিনী
১২. নিত্য নারীবাচক তত্সম শব্দ কোনটি?
ক. সৎমা খ. অসূর্যম্পশ্যা
গ. দাই ঘ. ঘোষজা
১৩. নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় এমন সজীব শব্দকে কী বলে?
ক. ক্লীব লিঙ্গ খ. নারীবাচক
গ. উভলিঙ্গ ঘ. পদবাচক
১৪. কোনটি নিত্য নারীবাচক বাংলা শব্দ?
ক. সতিন খ. বিধাত্রী
গ. সপত্নী ঘ. বিপত্নীক
১৫. ‘কুলি’ শব্দের নারীবাচক শব্দ কোনটি?
ক. কামিন খ. কামিনী
গ. কুলিনী ঘ. কুলিনা
১৬. কোনগুলো ‘পত্নী’ অর্থে নারীবাচক শব্দ?
ক. ছাত্রী-নদী খ. চাচি-মামি
গ. বোন-কন্যা ঘ. যুবতী-নবীনা
১৭. কোনটির দুটি নরবাচক শব্দ আছে?
ক. ননদ খ. আয়া
গ. প্রিয়া ঘ. শিষ্যা
১৮. ‘নাটিকা’ কোন অর্থে নারীবাচক শব্দ?
ক. সমার্থে খ. বৃহদার্থে
গ. ক্ষুদ্রার্থে ঘ. বিপরীতার্থে
১৯. নরবাচক বা নারীবাচক কোনোটাই বোঝায় না এমন অজীব বিশেষ্য শব্দকে কী বলে?
ক. ক্লীব লিঙ্গ খ. নারীবাচক
গ. উভলিঙ্গ ঘ. পদবাচক
২০. নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?
ক. কুলটা খ. শুভ্র
গ. চাতক ঘ. কবিরাজ
২১. ‘ক্লীব লিঙ্গ’ কোনটি?
ক. সন্তান খ. ঘর
গ. রজকী ঘ. বউদি
২২. কোনটির দুটি নারীবাচক শব্দ আছে?
ক. শুক খ. দেবর
গ. খোকা ঘ. গায়ক
২৩. তত্সম নিত্য নারীবাচক শব্দ কোনটি?
ক. দাই খ. সধবা
গ. বিধবা ঘ. সৎমা
২৪. ‘উভলিঙ্গ’–এর উদাহরণ কোনটি?
ক. শ্রীমতি খ. নর্তকী
গ. ষোড়শী ঘ. সন্তান
সঠিক উত্তর
পরিচ্ছেদ ১৫: ১.ঘ ২.ক ৩.খ ৪.ঘ ৫.ক ৬.ঘ ৭.গ ৮.খ ৯.ক ১০.ক ১১.গ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.ঘ ২১.খ ২২.খ ২৩.গ ২৪.ঘ
১. একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কী বলে?
ক. ক্রমবাচক সংখ্যাশব্দ
খ. পূরণবাচক সংখ্যাশব্দ
গ. সংখ্যাবাচক
ঘ. তারিখবাচক সংখ্যাশব্দ
২. নিচের কোনটি পূরণবাচক সংখ্যাশব্দ?
ক. পহেলা খ. সাত
গ. সতেরো ঘ. দ্বি
৩. যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায়, সেগুলোকে কী বলে?
ক. সংখ্যাশব্দ খ. সংখ্যাবাচক শব্দ
গ. শব্দের সংখ্যা ঘ. সংখ্যাপদ
৪. কোন সংখ্যাগুলোর পূর্ণবাচক ও সংক্ষিপ্ত পূরণবাচক সংখ্যাশব্দ দুই রকম?
ক. ১ থেকে ১০ খ. ১১ থেকে ১৮
গ. ১১ থেকে ১৯ ঘ. ১ থেকে ৯৯
৫. কোন সংখ্যাগুলোর সংক্ষিপ্ত পূরণবাচকে শুধু ‘তম’ প্রত্যয় যোগ হয়?
ক. ১ থেকে ১৯ খ. ১১ থেকে ৪৯
গ. ১১ থেকে ৯৯ ঘ. ১৯ থেকে ৯৯
৬. ‘নারীবাচক রূপের ব্যবহার’ আছে কোন ধরনের সংখ্যাশব্দে?
ক. সাধারণ পূরণবাচক
খ. তারিখবাচক
গ. ক্রমবাচক
ঘ. ভগ্নাংশবাচক
৭. এক এককের চার ভাগের এক ভাগকে কী বলা হয়?
ক. চৌথ খ. তেহাই
গ. আধা ঘ. পৌনে
৮. সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার
৯. ‘চৌঠা’ কোন ধরনের শব্দ?
ক. পরিমাণবাচক
খ. অঙ্কবাচক
গ. তারিখ পূরণবাচক
ঘ. পূরণবাচক
১০. ‘আঠারো’ কী ধরনের সংখ্যাশব্দ?
ক. ক্রমবাচক খ. পূরণবাচক
গ. তারিখবাচক ঘ. ভগ্নাংশবাচক
১১. নিচের কোনটি তারিখ পূরণবাচক শব্দ?
ক. চার খ. দ্বাদশ
গ. চৌদ্দ ঘ. একুশে
সঠিক উত্তর
পরিচ্ছেদ ১৬: ১.ক ২.ক ৩.খ ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ক ৮.ক ৯.গ ১০.ক ১১.ঘ।
১. উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডার কত প্রকার?
ক. ৩ প্রকার খ. ৪ প্রকার
গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার
২. নিচের কোনটি তৎসম শব্দ?
ক. গ্রহ খ. কুড়ি
গ. কলম ঘ. পাখি
৩. কোন শ্রেণির বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ?
ক. তৎসম শব্দ খ. তদ্ভব শব্দ
গ. দেশি শব্দ ঘ. বিদেশি শব্দ
৪. গঠন বিবেচনায় শব্দের শ্রেণিবিভাগ কোনটি?
ক. প্রত্যয় ও বিভক্তি
খ. ধ্বনি ও বর্ণ
গ. মৌলিক ও সাধিত
ঘ. তৎসম ও তদ্ভব
৫. পদ বিবেচনায় শব্দের শ্রেণিবিভাগ কয়টি?
ক. ৫টি খ. ৭টি
গ. ৮টি ঘ. ৯টি
৬. গঠন বিবেচনায় শব্দ কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৫ প্রকার ঘ. ৮ প্রকার
৭. বাংলা শব্দভান্ডারকে সাধারণত কয়টি বিবেচনায় ভাগ করা যায়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৮. তৎসম ও তদ্ভব শ্রেণিকে কোন উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়?
ক. নিজস্ব উৎসের খ. পরের উৎসের
গ. আগন্তুক ঘ. পরিচিত
৯. সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকে কী বলা হয়?
ক. দেশি শব্দ খ. বিদেশি শব্দ
গ. তৎসম শব্দ ঘ. তদ্ভব শব্দ
১০. কোন শ্রেণির শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র?
ক. তৎসম শব্দ খ. দেশি শব্দ
গ. বিদেশি শব্দ ঘ. তদ্ভব শব্দ
১১. যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তারা কোন শব্দ?
ক. মৌলিক শব্দ খ. যৌগিক শব্দ
গ. রূঢ়ি শব্দ ঘ. যোগরূঢ় শব্দ
১২. অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১৩. বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ৩ ভাগে খ. ৪ ভাগে
গ. ৫ ভাগে ঘ. ৬ ভাগে
১৪. নিচের কোনটি ফরাসি শব্দ?
ক. ইস্কাপন খ. তোপ
গ. পাদ্রি ঘ. রেস্তোরাঁ
সঠিক উত্তর
পরিচ্ছেদ ১৭: ১.খ ২.ক ৩.ক ৪.গ ৫.গ ৬.ক ৭.খ ৮.ক ৯.গ ১০.ঘ ১১.খ ১২.খ ১৩.ক ১৪.ঘ
১. যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কী বলে?
ক. বিশেষ্য খ. অনুসর্গ
গ. যোজক ঘ. সর্বনাম
২. যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে কী বলে?
ক. বস্তু–বিশেষ্য খ. সমষ্টি–বিশেষ্য
গ. গুণ–বিশেষ্য ঘ. ক্রিয়া–বিশেষ্য
৩. ‘পদ্মা’ কোন জাতীয় নাম–বিশেষ্য?
ক. সৃষ্টিনাম খ. কালনাম
গ. স্থাননাম ঘ. ব্যক্তিনাম
৪. নিচের কোনটি কালনাম শ্রেণির নাম–বিশেষ্য?
ক. বৈশাখ খ. হিমালয়
গ. আকাশ ঘ. পবন
৫. যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে কী বলে?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. সর্বনাম ঘ. ক্রিয়া
৬. বিশেষ্য সাধারণত কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৪ প্রকার
গ. ৬ প্রকার ঘ. ৮ প্রকার
৭. ‘সোমবার’ কোন ধরনের নাম?
ক. ব্যক্তিনাম খ. স্থাননাম
গ. সৃষ্টিনাম ঘ. কালনাম
৮. নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?
ক. দর্শন খ. ভোজন
গ. সমিতি ঘ. মধুরতা
৯. ‘বাংলাদেশ’ শব্দটি কোন বিশেষ্যর উদাহরণ?
ক. নাম খ. স্থান
গ. জাতি ঘ. ক্রিয়া
১০. কোনটি সমষ্টি বিশেষ্য?
ক. ভোজন খ. চিনি
গ. সৌরভ ঘ. জনতা
১১. ‘আপন ভালো সবাই চায়’—বাক্যটিতে ‘ভালো’ কী পদ?
ক. বিশেষণ খ. বিশেষ্য
গ. সর্বনাম ঘ. অব্যয়
সঠিক উত্তর
পরিচ্ছেদ ১৮: ১.ক ২.ঘ ৩.গ ৪.ক ৫.ক ৬.গ ৭.ঘ ৮.ঘ ৯.ক ১০.ঘ ১১.খ
১. বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কী বলে?
ক. সর্বনাম খ. বিশেষণ
গ. অনুসর্গ ঘ. ক্রিয়া
২. সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. পাঁচ খ. ছয়
গ. নয় ঘ. এগারো
৩. কর্তা নিজেই কাজটি করেছেন, এই ভাব জোর দিয়ে বোঝালে কোন সর্বনাম হয়?
ক. ব্যক্তিবাচক খ. আত্মবাচক
গ. নির্দেশক ঘ. অনির্দিষ্ট
৪. সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি?
ক. অন্য খ. এ
গ. যে–সে ঘ. পরস্পর
৫. নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয়?
ক. অনির্দিষ্ট সর্বনাম
খ. আত্মবাচক সর্বনাম
গ. অন্যবাচক সর্বনাম
ঘ. সফলবাচক সর্বনাম
৬. কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে?
ক. সাপেক্ষ সর্বনাম
খ. অনির্দিষ্ট সর্বনাম
গ. আত্মবাচক সর্বনাম
ঘ. নির্দেশক সর্বনাম
৭. বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে, অনুরূপ ভূমিকা পালন করে কে?
ক. বিশেষণ খ. ক্রিয়া–বিশেষণ
গ. সর্বনাম ঘ. ক্রিয়া
৮. সর্বনাম পদের সঙ্গে কী কী যুক্ত হয়?
ক. বিভক্তি, নির্দেশক, বচন
খ. বচন, উপসর্গ, বিভক্তি
গ. বচন, লিঙ্গ, কারক
ঘ. উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়
৯. বিশেষ্যের মতো সর্বনামের সঙ্গেও কী যুক্ত হয়?
ক. বিভক্তি ও নির্দেশক
খ. বিভক্তি ও সমাস
গ. নির্দেশক ও কারক
ঘ. কারক ও বচন
১০. নিচের কোনটি সর্বনাম শব্দের সঙ্গে যোগ হয়?
ক. কারক খ. সমাস
গ. প্রত্যয় ঘ. বচন
সঠিক উত্তর
পরিচ্ছেদ ১৯: ১.ক ২.গ ৩.খ ৪.গ ৫.গ ৬.ঘ ৭.গ ৮.ক ৯.ক ১০.ঘ
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]