পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৬ - শূন্যস্থান পূরণ (১-৫)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৬

১. প্রশ্ন: খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন —--- খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়।

উত্তর: খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়।

২. প্রশ্ন: খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী —--- জমাতে বাধা দেয়।

উত্তর: খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জমাতে বাধা দেয়।

৩. প্রশ্ন: খাদ্য সংরক্ষণ —--- রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে।

উত্তর: খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে।

৪. প্রশ্ন: অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক —--- ও —--- বাধাগ্রস্ত হয়।

উত্তর: অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধিবিকাশ বাধাগ্রস্ত হয়।

৫. প্রশ্ন: আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে —--- খাদ্য গ্রহণ করতে হবে।

উত্তর: আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা