পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
[পূর্ববর্তী লেখার পর]
৬০. ‘বেগানা’ শব্দের অর্থ কী?
ক. অনাত্মীয়
খ. বেপর্দা
গ. আত্মীয়
ঘ. পর্দানশীল
৬১. উপন্যাসের বর্ণনায় ‘লালসালু’ উপন্যাসে মহব্বতনগরে নবাগত লোকটির কোটরাগত চোখে কী ছিল?
ক. ক্ষোভ খ. আগুন
গ. রাগ ঘ. প্রতিহিংসার আগুন
৬২. তাহের-কাদেরের বাপ নিরুদ্দেশ হয়েছিল কেন?
ক. অপমানের কারণে
খ. স্ত্রীর সঙ্গে ঝগড়া করে
গ. মনের বৈরাগ্যে
ঘ. দারিদ্র্যের কারণে
৬৩. ‘লালসালু’ অনূদিত হয়েছে—
i. ইংরেজি ভাষায়
ii. ফরাসি ভাষায়
iii. চেক ভাষায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৪. ‘লালসালু’ উপন্যাসে জমিলা হয়ে উঠেছে—
i. নারী ধর্মের প্রতিনিধি
ii. হৃদয় ধর্মের প্রতিনিধি
iii. মানব ধর্মের প্রতিনিধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৫. ‘লালসালু’ উপন্যাসে বিধৃত গ্রামের মানুষের তথাকথিত পীরের মাজার ভীতির কারণ হচ্ছে—
i. অজ্ঞতা
ii. কুসংস্কার
iii. অন্ধবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৬. ‘লালসালু’ উপন্যাসে উল্লেখিত হাসপাতালটি কোথায় অবস্থিত?
ক. মতিগঞ্জে খ. করিমগঞ্জে
গ. মহব্বতনগরে ঘ. আওয়ালপুরে
সঠিক উত্তর
লালসালু: ৬০.ক ৬১.খ ৬২.ক ৬৩.ক ৬৪.ক ৬৫.ঘ ৬৬.খ
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]