সুদ ও বৃত্তি - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র, অধ্যায় ৩ | এইচএসসি ২০২৪

পুনবি৴ন্যাসকৃত সিলেবাস অনুসারে 

অধ্যায় ৩

৮. সরল সুদ কী?

ক. সরল প্রক্রিয়ার মাধ্যমে যে সুদ নির্ণয় করা হয়

খ. প্রতিবছর সমপরিমাণ আসলের ওপর অর্জিত সুদ

গ. প্রতিবছর বর্ধিত আসলের ওপর অর্জিত সুদ

ঘ. সরল সুদের হার ও মুদ্রাস্ফীতির সমন্বিত রূপ

৯. চক্রবৃদ্ধি সুদ কী?

ক. পূর্ববর্তী বছরে অর্জিত সুদ ও আসলের মোটের ওপর নির্ণিত সুদ

খ. চক্রাকারে বৃদ্ধিপ্রাপ্ত সুদ

গ. ব্যবসায় চক্রের সঙ্গে পরিবর্তিত সুদ

ঘ. সময়ের চক্রাকার পরিবর্তনের মাধ্যমে অর্জিত সুদ

১০. বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি কী?

ক. শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক বার্ষিক যে শিক্ষাবৃত্তি দেওয়া হয়

খ. প্রতিবছর ক্রমবর্ধমান হারে কিস্তি প্রদান

গ. প্রতিবছর সমপরিমাণ কিস্তি প্রদান বা প্রাপ্তি

ঘ. প্রতিবছর সমহারে হ্রাসমান কিস্তি

১১. সাধারণ বৃত্তি বলতে কী বোঝায়?

ক. প্রতি মেয়াদের শেষে কিস্তি প্রদান

খ. প্রতি মেয়াদের শুরুতে কিস্তি প্রদান

গ. প্রতি মেয়াদের ঠিক মাঝামাঝি সময়ে কিস্তি প্রদান

ঘ. যেকোনো মেয়াদ শেষ হওয়ার তিন দিন পর কিস্তি প্রদান

১২. অগ্রিম বৃত্তি বলতে কী বোঝায়?

ক. প্রতি মেয়াদের মধ্যবর্তী সময়ে কিস্তি প্রদান

খ. প্রতি মেয়াদের শেষে কিস্তি প্রদান

গ. প্রতি মেয়াদের শুরুতে কিস্তি প্রদান

ঘ. যেকোনো মেয়াদ শেষে হওয়ার তিন দিন আগে কিস্তি প্রদান

১৩. চিরস্থায়ী বৃত্তি কী?

ক. স্থির পরিমাণ অর্থ কিস্তিতে প্রদান

খ. অনির্দিষ্টকাল পর্যন্ত সমহারে কিস্তি প্রদান

গ. অসমপরিমাণ অর্থ চিরদিন প্রদান

ঘ. অগ্রিম বৃত্তি প্রদান

১৪. বিলম্বিত বার্ষিক বৃত্তি কী?

ক. নির্দিষ্ট সময় পর থেকে শুরু হওয়া বৃত্তি

খ. অসমহারে প্রদত্ত বৃত্তি

গ. অতীতে নির্ধারিত বৃত্তি

ঘ. সরকার কর্তৃক প্রদত্ত বৃত্তি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৮. খ ৯. ক ১০. গ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. ক

মোহাম্মদ জয়নাল আবেদীনপ্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা