গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি: সমস্যা ও সমাধান (পর্ব-৬)

অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণিত ইশকুলের বন্ধুরা, তোমরা আমাদের এখানে যেকোনো গাণিতিক সমস্যা পাঠাতে পারো, আবার চাইলে যেকোনো সমস্যার সমাধানও পাঠাতে পারো। সেখান থেকে বাছাইকৃত লেখা ছাপা হবে প্রথম আলোর গণিত ইশকুলে।

প্রশ্ন:

ABCDEF একটি সুষম ষড়ভুজ । GH = 1, HK = 2 এবং KD = 3 হলে, ABCDEF ষড়ভুজ এবং সবুজ অংশের ক্ষেত্রফলের অনুপাত কত ?

সমাধান:

এই সমস্যাটি সমাধান করার আগে আমাদের দুটি বিষয় সম্পর্কে জানতে হবে।

১. দুটি ত্রিভুজের উচ্চতা একই হলে, তাদের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত ও ভূমিদ্বয়ের অনুপাত পরস্পর সমান।

২. দুটি ত্রিভুজ সদৃশ হলে, তাদের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত ও অনুরূপ বাহুদ্বয়ের বর্গের অনুপাত পরস্পর সমান।

এখন আমরা মূল সমস্যা সমাধানে চলে যাই। শুরুতে হিসাবের সুবিধার্থে F, K ; F, D ও B, D যোগ করি। মনে করি, FD রেখাংশ BE-কে M বিন্দুতে ছেদ করে এবং FD⊥BE হবে। তাহলে নতুন চিত্রটি হবে—

∆GHF ও ∆BHK ত্রিভুজদ্বয় সদৃশ ও সদৃশকোণী। তাহলে ২­-অনুযায়ী বলতে পারি— [∆GHF]/[∆BHK] = GH2/HK2

বা, [∆GHF]/[∆BHK] = 12/22

বা, [∆BHK] = 4 × [∆GHF]

বা, [∆BHK] = 4A … … … (i)   [ [∆GHF] = A ধরে ]

∆GHF ও ∆HFK ত্রিভুজদ্বয় একই উচ্চতাবিশিষ্ট । তাহলে ১-অনুযায়ী বলতে পারি— [∆GHF]/[∆KHF] = GH/HK

বা, [∆GHF]/[∆KHF] = 1/2

বা, [∆KHF] = 2 × [∆GHF] 

বা, বা, [∆KHF] = 2A … … … (ii)

আবার, ∆KHF ও ∆KFD ত্রিভুজদ্বয় একই উচ্চতাবিশিষ্ট । তাহলে ১-অনুযায়ী বলতে পারি— [∆KHF]/[∆KFD] = KH/KD

বা, 2A/[∆KFD] = 2/3   [ (ii) হতে ]

বা, [∆KFD] = 3A … … … (iii)

প্রতিসাম্যতা অনুযায়ী— [∆KFM] = [∆KDM] = [∆KFD]/2 = 3A/2 এবং [∆BKD] = [∆BFK] = [∆BHK] + [∆KHF] = 4A + 2A = 6A।

এখন, [∆BDF] = [∆ABF] + [∆BCD] + [∆DEF]

কিন্তু কেনো [∆BDF] = [∆ABF] + [∆BCD] + [∆DEF] হলো ? সেটা বুঝতে নিচের চিত্রটি লক্ষ্য করো :

বা, [∆BDM] + [∆BFM]  = [∆DEF] + [∆DEF] + [∆DEF]

বা, [∆BKD] + [∆KDM] + [∆BFK] + [∆KFM] = [∆DEF] + [∆DEF] + [∆DEF]

বা, 6A + 3A/2 + 6A + 3A/2 = 3 × [∆DEF]

বা, 15A = 3 × [∆DEF]

বা, [∆DEF] = 5A … … … (iv)

এখন, ABCDEF ষড়ভুজের ক্ষেত্রফল

= [∆BDF] + [∆ABF] + [∆BCD] + [∆DEF]

= 15A + 5A + 5A + 5A

= 30A

আবার, সবুজ অংশের ক্ষেত্রফল

= [∆GHF] + [∆BHK] + [∆KDE]

= [∆GHF] + [∆BHK] + [∆KDM] + [∆MDE]

= [∆GHF] + [∆BHK] + [∆KDM] + [∆DEF]/2

= A + 4A + 3A/2 + 5A/2

= 9A

∴ ABCDEF ষড়ভুজ এবং সবুজ অংশের ক্ষেত্রফলের অনুপাত = 30A : 9A = 10 : 3