২১. সমুদ্রের তলদেশকে অসমান দেখায়—
i. শৈলশিলার জন্য
ii. উচ্চভূমির জন্য
iii. গভীর খাতের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. জোয়ার-ভাটা সৃষ্টি হয়—
i. চাঁদ-সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাবে
ii. পৃথিবীর কেন্দ্রাতিগ বলের প্রভাবে
iii. পৃথিবীর কেন্দ্রমুখী বলের প্রভাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. কোন মহাসাগরে স্রোত প্রবাহিত হয় না?
ক. ভারত খ. প্রশান্ত
গ. উত্তর ঘ. আটলান্টিক
২৪. আটলান্টিক মহাসাগরের পোর্টোরিকো খাতের গভীরতা কত মিটার?
ক. ৮৫৩৮ মিটার খ. ৮৫৫৭ মিটার
গ. ৮৬৩৬ মিটার ঘ. ৮৭৩৫ মিটার
২৫. পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায়?
ক. আমেরিকায় খ. অস্ট্রেলিয়ায়
গ. ইউরোপে ঘ. আফ্রিকায়
২৬. সমুদ্রস্রোতের প্রধান কারণ কোনটি?
ক. আহ্নিক গতি খ. বায়ুপ্রবাহ
গ. বার্ষিক গতি ঘ. জোয়ার-ভাটা
২৭. পৃথিবীর মোট কত ভাগ পানি লবণাক্ত?
ক. ৬৫% খ. ৯৫%
গ. ৯৮% ঘ. ৯৭%
২৮. কোন স্রোতের অনুকূলে পৃথিবীর সর্বাধিক জাহাজ চলাচল করে?
ক. উষ্ণ স্রোত
খ. দক্ষিণ স্রোত
গ. উত্তর আটলান্টিক সমুদ্রস্রোত
ঘ. শীতল স্রোত
সঠিক উত্তর
অধ্যায় ৬: ২১.ঘ ২২.ক ২৩.গ ২৪.ক ২৫.গ ২৬.খ ২৭.ঘ ২৮.গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা