পঞ্চম শ্রেণি - বাংলা | কাঞ্চনমালা আর কাঁকনমালা - প্রশ্নোত্তর (৯-১০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

কাঞ্চনমালা আর কাঁকনমালা

৯. প্রশ্ন: ‘তোমার মা বাড়িতে কী ধরনের পিঠা বানায়’—লেখো।

উত্তর: আমার মা বাড়িতে বিভিন্ন ধরনের পিঠা বানায়। মায়ের তৈরি এই মজার পিঠাগুলো হলো ভাপা, পাটিসাপটা, চিতই, চন্দ্রপুলি, রসে ভেজা পিঠা।

১০. প্রশ্ন: গল্পটা তোমার কেমন লেগেছে? বর্ণনা দাও।

উত্তর: কাঞ্চনমালা আর কাঁকনমালা গল্পটি খুব ভালো লেগেছে আমার। এই গল্প থেকে আনন্দ পাওয়ার পাশাপাশি আমি অনেক কিছু শিখতেও পেরেছি। প্রতিজ্ঞা পালনের গুরুত্ব, প্রতারণা ও লোভের কুফল, ইত্যাদির ধারণা পেয়েছি। তা ছাড়া আসল বন্ধুত্বের সম্পর্ক কেমন হয় সেই বিষয়টিও অনুভব করতে পেরেছি।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা