এইচএসসি ২০২৩ - ভূগোল ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৪১. ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় ‘ওজোন গ্যাস’ সবচেয়ে বেশি দেখা যায়?

ক. ২০–২৫ কিমি খ. ২৫–৩০ কিমি

গ. ৩০–৩৫ কিমি ঘ. ৪০–৪৫ কিমি

৪২. বায়ুমণ্ডলের হিলিয়াম স্তরটি কোন অণু দ্বারা গঠিত?

ক. নাইট্রোজেন খ. হিলিয়াম

গ. কার্বন ঘ. নিয়ন

৪৩. কোন স্তরে ‘বায়ু স্থির’ থাকে?

ক. স্ট্রাটোসীমায়

খ. মেসোপজে

গ. ম্যাগনেটোস্ফিয়ারে

ঘ. ট্রপোপেজে

৪৪. পৃথিবীর ‘সৌরপর্দা’ কোনটি?

ক. ট্রপোস্ফিয়ার খ. থার্মেস্ফিয়ার

গ. ওজোনোস্ফিয়ার ঘ. এক্সোস্ফিয়ার

৪৫. পৃথিবীর তাপবৃদ্ধির অন্যতম কারণ কোনটি?

ক. গাছপালা ধ্বংস খ. ওজোন স্তরের ক্ষতি

গ. নদীনালা ভরাট ঘ. পরিবেশদূষণ

৪৬. ব্যাপক হারে বনজঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বাড়ছে?

ক. অক্সিজেন

খ. কার্বন ডাই–অক্সাইড

গ. নাইট্রোজেন

ঘ. কার্বন মনোক্সাইড

৪৭. বায়ু যতই উষ্ণ হয়, ততই কী ধারণ করতে পারে?

ক. ধূলিকণা খ. জলীয় বাষ্প

গ. গ্যাসীয় কণা ঘ. জৈব কণা

নিচের উদ্দীপকের আলোকে ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সুমন তার বিজ্ঞান বইতে পড়ল, বায়ুমণ্ডলে এমন একটি স্তর রয়েছে, যেখানে বিদ্যুৎ তৈরি হয় এবং সেখান থেকে বেতার তরঙ্গও প্রতিফলিত হয়। সুমন চিন্তায় পড়ে গেল। তাহলে এই স্তরটি না থাকলে বেতার যোগাযোগ সম্ভব হতো না।

৪৮. উদ্দীপকে বায়ুমণ্ডলের কোন স্তরের কথা বলা হয়েছে?

ক. স্ট্রাটোস্ফিয়ার খ. মেসোস্ফিয়ার

গ. আয়নোস্ফিয়ার ঘ. এক্সোস্ফিয়ার

৪৯. উপরিউক্ত স্তরের প্রধান উপাদান কী?

ক. ওজোন গ্যাস খ. আণবিক গ্যাস

গ. হাইড্রোজেন ঘ. হিলিয়াম

৫০. কোন দুটি গ্যাস বায়ুমণ্ডলের ৯৯ ভাগ স্থান দখল করে আছে?

ক. অক্সিজেন ও কার্বন ডাই–অক্সাইড

খ. নাইট্রোজেন ও অক্সিজেন

গ. নাইট্রোজেন ও কার্বন ডাই–অক্সাইড

ঘ. অক্সিজেন ও আর্গন

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪১.ক ৪২.খ ৪৩.ঘ ৪৪.গ ৪৫.খ ৪৬.খ ৪৭.খ ৪৮.গ ৪৯.খ ৫০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা