৫৬. ‘যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই আইন’— কথাটি কে বলেছেন?
ক. টমাস হবস খ. অধ্যাপক হল্যান্ড
গ. অ্যারিস্টটল ঘ. জন অস্টিন
৫৭. বাংলাদেশে পরিবার ও সম্পত্তি–সংক্রান্ত আইনের উত্স কী?
ক. প্রথা খ. ধর্মগ্রন্থ
গ. বিচার বিভাগ ঘ. সামাজিক আইন
৫৮. ‘আইনের চোখে সকলে সমান’—উক্তিটি কে করেছেন?
ক. অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি
খ. লর্ড ব্রাইস
গ. অধ্যাপক ডাইসি
ঘ. উইলোবি
৫৯. ‘নিয়ন্ত্রণ আছে বলেই স্বাধীনতা রক্ষা পায়’— এ উক্তিটি কার?
ক. গার্নার খ. হ্যারল্ড জে লাস্কি
গ. উইলোবি ঘ. ফাইনার
৬০. সরকারি আইন কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৬১. স্বাধীনতার অপরিহার্য শর্ত কোনটি?
ক. আইনের শাসন
খ. শক্তিশালী রাজনৈতিক দল
গ. পরমতসহিষ্ণুতা
ঘ. দক্ষ
৬২. ‘The Spirit of Laws’ এ গ্রন্থটি কার রচিত?
ক. মন্টেস্কু খ. অ্যারিস্টটল
গ. জন অস্টিন ঘ. ব্লাকস্টোন
৬৩. রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাকে কোন ধরনের স্বাধীনতা বলে?
ক. জাতীয় খ. প্রাকৃতিক
গ. আইনগত ঘ. সামাজিক
৬৪. কোন উত্স থেকে সবচেয়ে বেশি আইন এসেছে?
ক. ধর্ম খ. চিরাচরিত প্রথা
গ. বিচারকের রায় ঘ. আইনসভা
৬৫. সাম্যের রূপ কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৬টি
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৫৬. গ ৫৭. গ ৫৮. গ ৫৯. গ ৬০. খ ৬১. ক ৬২. ক ৬৩. গ ৬৪. খ ৬৫. ঘ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা