বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০) : অধ্যায় ১ | ফিন্যান্স ও ব্যাংকিং - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৪১. সরকার কোনটিতে অর্থ ব্যয় করে?

ক. প্রতিরক্ষা খ. আয়কর

গ. ভ্যাট ঘ. শুল্ক

৪২. কারবারির প্রতিষ্ঠানগুলোর ভাগ—

i. একমালিকানা কারবার

ii. অংশীদারি কারবার

iii. যৌথ মূলধনি কারবার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৩. রপ্তানির চেয়ে আমদানির পরিমাণ বেশি হলে প্রতিবছর বিরাট অঙ্কের কী দেখা যায়?

ক. বাজেটঘাটতি খ. প্রণোদনা

গ. বাজেট ঘ. অর্থনীতি

৪৪. নিচের কোনটি অন্য তিনটি থেকে ভিন্নতর?

ক. কাঁচামাল ক্রয়

খ. মেশিন ক্রয়

গ. আসবাবপত্র ক্রয়

ঘ. অফিস সরঞ্জাম ক্রয়

৪৫. PPP–এর পূর্ণনাম কী?

ক. Pubilc Private Partner

খ. Pubilc Private Project

গ. Pubilc Partner Project

ঘ. Pubilc Private Partnership

৪৬. পৃথিবীতে শিল্পবিপ্লব কোন শতাব্দীতে ঘটেছিল?

ক. ষোড়শ খ. সপ্তদশ

গ. অষ্টাদশ ঘ. ঊনবিংশ

৪৭. IDB–এর পূর্ণনাম কী?

ক. Islamic Development Bank

খ. Islamic Develop Bank

গ. Islamic Developing Bank

ঘ. Islamic Developed Bank

৪৮. একটি প্রতিষ্ঠানের শেয়ারে দাম বাড়ার কারণ—

i. প্রতিষ্ঠানের সুনাম

ii. মুনাফার হার

iii. গ্রাহক সেবা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৯. কোন ব্যবসায়ের জন্য শেয়ার ইস্যু প্রয়োজন?

ক. একমালিকানা খ. অংশীদারি

গ. কোম্পানি ঘ. সমবায় ব্যবসায়

৫০. ব্যবসায় মুনাফা অর্জন করতে হলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কী করতে হয়?

ক. উদ্দেশ্যের বাস্তবায়ন

খ. অর্থের সুষ্ঠু ব্যবহার

গ. সম্পদের মূল্যায়ন

ঘ. প্রকল্পের যথার্থতা যাচাই

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.ক ৪২.ঘ ৪৩.ক ৪৪.ক ৪৫.ঘ ৪৬.খ ৪৭.ক ৪৮.ঘ ৪৯.গ ৫০.খ

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা