৫১. সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে কোনটি?
ক. গ্রিনহাউস গ্যাস খ. বাতাস
গ. ওজোন স্তর ঘ. মহাসাগর
৫২. কাজের খোঁজে মানুষ কোথায় ছুটে যায়?
ক. রাজধানীতে খ. গ্রামে
গ. শহরে ঘ. বিদেশে
৫৩. কত নম্বর বিপৎসংকেত শোনার পর শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও মেয়েদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে?
ক. ২ নম্বর খ. ৩ নম্বর
গ. ৪ নম্বর ঘ. ৫ নম্বর
৫৪. বাংলাদেশের কোন অঞ্চলে অনেক সময় খরা দেখা যায়?
ক. দক্ষিণ অঞ্চলে খ. পূর্ব অঞ্চলে
গ. উত্তর অঞ্চলে ঘ. পশ্চিম অঞ্চলে
৫৫. খরা মোকাবিলায় আমরা কী পদক্ষেপ নিতে পারি?
ক. খরার আগে পুকুর ও খাল খনন করতে হবে
খ. বৃষ্টির পানি ধরে রাখা যাবে না
গ. দুর্যোগকালীন শুকনো খাবার মজুত না রাখা
ঘ. নগদ অর্থ মজুত না রাখা
৫৬. বাংলাদেশের যে অঞ্চলগুলো ভূমিকম্প–ঝুঁকির মধ্যে রয়েছে, তাদের কী বলা হয়?
ক. ভূমিকম্প-ঝুঁকির এলাকা
খ. ভূমিকম্প-ঝুঁকির আশঙ্কিত এলাকা
গ. ভূমিকম্পপ্রবণ এলাকা
ঘ. ভূমিকম্পের এলাকা
৫৭. পাহাড়ের মাটি ধসে পড়াকে কী বলে?
ক. পাহাড়ধস খ. শিলাচ্যুতি
গ. পাহাড়চ্যুতি ঘ. ভূমিধস
৫৮. কোন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না?
ক. ঘূর্ণিঝড় খ. জলোচ্ছ্বাস
গ. ভূমিকম্প ঘ. ঝড়
৫৯. ভূমিকম্পের আগে সতর্কতার জন্য প্রস্তুতি—
i. জরুরিভাবে বের হওয়ার জন্য বিশেষ দরজার ব্যবস্থা রাখতে হবে
ii. আশ্রয় নেওয়ার জন্য বাড়িতে মজবুত টেবিল রাখতে হবে
iii. ঘরের ভারী আসবাব মেঝের ওপর রাখতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i, ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০. বন্যার দুর্যোগ অস্বাভাবিক আকার ধারণ করলে দেশের শতকরা কত ভাগ ডুবে যাওয়ার আশঙ্কা থাকে?
ক. ৫০ ভাগ খ. ৫৭ ভাগ
গ. ৬১ ভাগ ঘ. ৬৮ ভাগ
সঠিক উত্তর
অধ্যায় ৮: ৫১.গ ৫২.গ ৫৩.ঘ ৫৪.গ ৫৫.ক ৫৬.গ ৫৭.ঘ ৫৮.গ ৫৯.ঘ ৬০.ঘ
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা
অষ্টম শ্রেণির পড়াশোনা