৩১. বীজের আর্দ্রতা কত হলে অঙ্কুরোদগম শুরু হয়?
ক. ৪০–৬০% খ. ৩৫–৬০%
গ. ২৫%–৩০% ঘ. ৪৫%–৬০%
৩২. ‘রেন্সিডিটি’ শব্দের অর্থ কী?
ক. খনিজ জারণ ক্রিয়া
খ. আমিষ জারণ ক্রিয়া
গ. শর্করা জারণ ক্রিয়া
ঘ. চর্বি জারণ ক্রিয়া
৩৩. হে তৈরির জন্য নিচের কোনটি বেশি উপযোগী?
ক. মাষকলাই খ. ভুট্টা
গ. নেপিয়ার ঘাস ঘ. গিনি ঘাস
৩৪. একটি গাভিকে দৈনিক কত কেজি কাঁচা ঘাস খাওয়াতে হবে?
ক. ৮–১০ খ. ৬–১২
গ. ৮–১২ ঘ. ১২–১৫
৩৫. সাইলো পিটে ঘাস সংরক্ষণের সময় কী ছিটিয়ে দিতে হয়?
ক. ইউরিয়া
খ. টিএসপির গুঁড়া
গ. ঝোলাগুড়ের দ্রবণ
ঘ. এমওপি
৩৬. বীজের অঙ্কুরোদগম ক্ষমতা শতকরা কত ভাগ হলে ভালো হয়?
ক. ৫০ খ. ৬০
গ. ৭০ ঘ. ৮০
৩৭. কোনটি মাছের প্রাণিজাত খাদ্য?
ক. চিটাগুড় খ. খুদিপানা
গ. তিলের খৈল ঘ. ফিশমিল
৩৮. FCR-এর পূর্ণরূপ কী?
ক. Food Conservation ratio
খ. Feed Conversion Ratio
গ. Food Concord ratio
ঘ. Food Concept Ratio
৩৯. কৃষির সব কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটি?
ক. জমি নির্বাচন খ. জমি চাষ
গ. সার প্রয়োগ ঘ. সেচ প্রয়োগ
৪০. রিল ভূমিক্ষয়ের ফলে—
i. জমি উর্বরতা হারায়
ii. নালাগুলোর দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি পায়
iii. কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩১.খ ৩২.ঘ ৩৩.ক ৩৪.গ ৩৫.গ ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.খ ৩৯.খ ৪০.খ
মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা