পঞ্চম শ্রেণি - বাংলা | কাঞ্চনমালা আর কাঁকনমালা - প্রশ্নোত্তর (৭-৮)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

কাঞ্চনমালা আর কাঁকনমালা

৭. প্রশ্ন: রাজা কীভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন?

উত্তর: অচেনা মানুষটি কৌশলে রাজার সব সুচ নকল রানির গায়ে বিঁধিয়ে দেওয়ার পর রাজা চোখ মেলেন। বহু বছর পর রাজা দেখেন সূর্যের আলো, সবুজ পাতা আর সামনে দেখেন সেই অচেনা মানুষটিকে। একনজরেই রাজা চিনতে পারেন, ওই মানুষটি আর কেউ নয়, রাজার ছেলেবেলার রাখাল বন্ধু। সঙ্গে সঙ্গে ছেলেবেলার প্রতিজ্ঞার কথাও তার মনে পড়ে যায়। রাখাল বন্ধুকে দুই হাতে জড়িয়ে ধরে রাজা তার ভুলের জন্য ক্ষমা চাইলেন। আর সেই দিন থেকে রাখাল বন্ধুকে মন্ত্রী বানিয়ে রাজা তার প্রতিজ্ঞা পালন করলেন।

৮. প্রশ্ন: কাঞ্চনমালা ও কাঁকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা করো।

উত্তর: কাঞ্চনমালা হলো রানি আর কাঁকনমালা হলো দাসী। আচার-আচরণেও দুজনের চরিত্র ছিল বিপরীতধর্মী।

‘কাঞ্চনমালা’ সত্যিকারের রানি। ভাগ্যের দোষে হয়ে যান দাসী। দাসী কাঁকনমালা রানির স্থান দখল করে তার সঙ্গে দুর্ব্যবহার করে। তবু কাঞ্চনমালা সবকিছু মুখ বুজে সহ্য করেন। রানি কাঞ্চনমালা সব কাজে পটু ছিল। নানা রকমের পিঠা বানানো, নিখুঁত আলপনা আঁকা—এসব কাজে কাঞ্চনমালা ছিলেন পারদর্শী। অন্যদিকে দাসি কাঁকনমালা ছিল প্রতারক। দুর্বুদ্ধি কাজে লাগিয়ে নিজে নকল রানি সাজে। রানি হওয়ার অহংকারে সবার সঙ্গেই খারাপ আচরণ করে। ঘরের কোনো কাজেই কাঁকনমালার দক্ষতা ছিল না। আসলে কাঞ্চনমালা ছিল সহজ-সরল মনের অধিকারী। আর কাঁকনমালা ছিল প্রতারণাকারী।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা