পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৪১. মানুষকে তাঁবেদার বানানো যায় কীভাবে?
ক. ভিক্ষা দিয়ে
খ. সাহায্য করে
গ. বল প্রয়োগ করে
ঘ. কল্যাণের হাত বাড়িয়ে
৪২. দান করার মূল উদ্দেশ্য কী হতে হবে?
ক. মানুষকে স্বাবলম্বী করা
খ. লোকদেখানো
গ. দরিদ্রতা দূর করা
ঘ. শিক্ষার প্রসার করা
৪৩. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের মূল কথা কী?
ক. মানুষকে আত্মমর্যাদাশীল করা
খ. মানুষকে অধিকার সচেতন করা
গ. মানুষকে সাহায্য করা
ঘ. মানুষের দুঃখ মোচন করা
৪৪. মানব-কল্যাণ কথাটি আমাদের প্রচলিত ধারণায় যে অর্থে ব্যবহৃত—
i. অর্থবহ ii. সস্তা
iii. মামুলি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. মধ্যযুগের কবি হিসেবে সমধিক পরিচিত—
i. কাজী নজরুল ইসলাম
ii. বিদ্যাপতি iii. চণ্ডীদাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ঘূর্ণিঝড় মোখায় লন্ডভন্ড হয়ে যায় সেন্ট মার্টিনের একটি গ্রাম। এতে গ্রামের মানুষ সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে এবং খাবারের জন্য হাহাকার করে। কিন্তু কোথাও কোনো খাবার নেই। এ সময় একটি এনজিওর প্রতিনিধি হয়ে ত্রাণসামগ্রী নিয়ে এগিয়ে আসে নাজমুল। সবাই ত্রাণ পেয়ে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। গ্রামের সবাই নাজমুলের কাজের প্রশংসা করে।
৪৬. উদ্দীপকের নাজমুলের চরিত্রে ‘মানব–কল্যাণ’ প্রবন্ধের কোন বিশেষ বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?
ক. মানবিক দায়িত্ববোধ
খ. সেবাকর্ম
গ. মানবপ্রেম
ঘ. দেশপ্রেম
৪৭. উদ্দীপকের নাজমুলের কর্মকাণ্ডে ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের যে দিক প্রতিফলিত হয়েছে–
i. মানবসেবা ii. দায়িত্ববোধ
iii. সামাজিক দায়বদ্ধতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গ্রামের যুবকেরা সিদ্ধান্ত নেয় একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করবে। কিন্তু অর্থাভাবে তা সম্ভব হচ্ছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় সমবায় ভিত্তিতে টাকা জমিয়ে লাইব্রেরি গড়ে তুলবে। অবশেষে তারা লাইব্রেরি প্রতিষ্ঠা করে এবং সবার জন্য তা উন্মুক্ত করে দেয়।
৪৮. উদ্দীপকের যুবকদের চিন্তায় ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের কোন দিকটি উপস্থাপিত হয়েছে?
ক. শিক্ষার প্রসার
খ. যুক্তিবুদ্ধির চর্চা
গ. প্রকৃত মানব-কল্যাণ
ঘ. গোঁড়ামিমুক্ত মানসিকতা
৪৯. উদ্দীপকের লাইব্রেরি প্রতিষ্ঠার ফলে ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের যেসব দিক প্রতিষ্ঠা পাবে—
i. মুক্তবুদ্ধির চর্চা হবে
ii. শিক্ষার প্রসার
iii. আত্মমর্যাদার চেতনা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
মানব কল্যাণ: ৪১.গ ৪২.ক ৪৩.ক ৪৪.গ ৪৫.গ ৪৬.ক ৪৭.ক ৪৮.গ ৪৯.ঘ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা