বহুনির্বাচনি প্রশ্ন (১০১-১১০) : অধ্যায় ৫ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

১০১.মিনিমাইজ আইকনটি দেখতে কিসের মতো?

ক. যোগ চিহ্ন

খ. বিয়োগ চিহ্ন

গ. ছোট থাম্বনেইলের মতো

ঘ. গোলাকৃতি

১০২. টুলবক্সের একেবারে ওপরের দিকে কয়টি সিলেকশন টুল রয়েছে?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৭টি

১০৩. ফটোশপে টুলবক্সের একেবারে ওপরের দিকে কয়টি মুভ টুল রয়েছে?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

১০৪. ল্যাসো tool কী ধরনের টুল?

ক. মুভ টুল খ. সিলেকশন টুল

গ. কালার টুল ঘ. ছবি কাটার টুল

১০৫. বর্গাকার সিলেকশন তৈরি করা যায় কোন টুল দিয়ে?

ক. Elliptical Marquee tool

খ. Rectangular Marquee tool

গ. Pen tool

ঘ. Move tool

১০৬. বৃত্তাকার সিলেকশন তৈরিতে ব্যবহৃত tool কোনটি?

ক. Circle tool

খ. Rectangular Marquee tool

গ. Text tool

ঘ. Elliptical Marquee tool

১০৭. ফটোশপে অবজেক্ট তৈরির কাজ করা যায় নিচের কোন tool ব্যবহারে?

ক. টেক্সট টুল খ. মার্কি টুল

গ. ক্রপ টুল ঘ. মুভ টুল

১০৮. সিলেকশন tool-এর পর্দায় আকৃতি কীরূপ?

ক. যোগ চিহ্নের মতো

খ. ত্রিকোণাকার

গ. বিয়োগ চিহ্নের মতো

ঘ. লাইনের মতো

১০৯. মার্কি tool মোট কয়টি?

ক. ২ খ. ৪

গ. ৫ ঘ. ৭

১১০. মার্কি সিলেকশন টুলের সাহায্যে—

i. বৃত্তাকার সিলেকশন করা যায়

ii. ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা যায়

iii. অবজেক্ট তৈরি করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১০১.খ ১০২.ক ১০৩.ক ১০৪.খ ১০৫.খ ১০৬.ঘ ১০৭.খ ১০৮.ক ১০৯.খ ১১০.খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা