নবম শ্রেণি - জীববিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

১. কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট?

ক. দস্তা খ. লৌহ

গ. বোরন ঘ. পটাশিয়াম

২. দুধের শর্করাকে কী বলে?

ক. ল্যাকটোজ খ. সুক্রোজ

গ. গ্লুকোজ ঘ. গ্যালাকটোজ

৩. BMI-এর কোন মানটি সুস্বাস্থ্যের আদর্শ মান?

ক. ৩৫-৩৯.৯ খ. ২৫-২৯.৫

গ. ২২-২৮.৯ ঘ. ১৮.৫–২৪.৯

৪. যকৃতে কতগুলো অসম্পূর্ণ খণ্ড রয়েছে?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

৫. লালাগ্রন্থির কাজ হলো—

i. লালারস নিঃসৃত করা

ii. পাকরস নিঃসৃত করা

iii. খাদ্যবস্তুকে পিচ্ছিল করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. পত্ররন্ধ্র খোলা ও বন্ধ করতে সাহায্য করে কোনটি?

ক. CO₂ খ. O₂

গ. পটাশিয়াম ঘ. ম্যাগনেশিয়াম

৭. রহমান জমিতে T.S.P সার প্রয়োগ করে। এ সার প্রয়োগের উদ্দেশ্য হলো

i. RNA সরবরাহ করা

ii. C₆H12O₆ সরবরাহ করা

iii. ATP সরবরাহ করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. মূল বর্ধনের জন্য কোনটি প্রয়োজন?

ক. সালফার খ. পটাশিয়াম

গ. ম্যাগনেশিয়াম ঘ. ফসফরাস

৯. কোনটির জন্য পাতার সরু শিরাসমূহের মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়?

ক. ফসফরাস খ. পটাশিয়াম

গ. ক্যালসিয়াম ঘ. ম্যাগনেশিয়াম

১০. উদ্ভিদের কোন অংশে আমিষের পরিমাণ বেশি থাকে?

ক. পাতা খ. ফুল

গ. ফল ঘ. বীজ

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১.ঘ ২.ক ৩.ঘ ৪.গ ৫.খ ৬.গ ৭.খ ৮.ঘ ৯.ঘ ১০.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা