দশম শ্রেণি - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

২১. গণতান্ত্রিক রাষ্ট্রে কীভাবে সব নাগরিক রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে?

ক. প্রশাসনের মাধ্যমে

খ. নির্বাচনের মাধ্যমে

গ. জনমত সৃষ্টির মাধ্যমে

ঘ. রাজনীতির মাধ্যমে

২২. গণতন্ত্রে কারা শাসনকাজ পরিচালনা করেন?

ক. সামরিক বাহিনী খ. সুশীল সমাজ

গ. জনগণ ঘ. সরকারি কর্মচারী

২৩. ‘গণতন্ত্রের ভিত্তি’ কী?

ক. জনমত ও সাধারণ নির্বাচন

খ. আমলাতন্ত্র

গ. সরকার

ঘ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী

২৪. কোন শাসনব্যবস্থায় নির্বাচন পরিচালনায় প্রচুর অর্থ ব্যয় হয়?

ক. একনায়কতান্ত্রিক

খ. গণতান্ত্রিক

গ. সমাজতান্ত্রিক

ঘ. যুক্তরাষ্ট্রীয়

২৫. ‘গণতন্ত্রের মূল মন্ত্র’ কী?

ক. সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব

খ. অধিকার, সাম্য ও স্বাধীনতা

গ. কর্তব্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব

ঘ. অধিকার, কর্তব্য ও সাম্য

২৬. গণতন্ত্রকে সফল করতে কী প্রয়োজন?

ক. একদলীয় ব্যবস্থা

খ. রাজনৈতিক অস্থিতিশীলতা

গ. মুক্ত ও স্বাধীন প্রচারমাধ্যম

ঘ. দলীয় স্বার্থ

২৭. ‘একনায়কতন্ত্র’ কোন ধরনের শাসনব্যবস্থা?

ক. গঠনমূলক খ. স্বেচ্ছাচারী

গ. নমনীয় ঘ. কাল্পনিক

২৮. ‘এক জাতি, এক দেশ, এক নেতা’—কোন রাষ্ট্যব্স্থার উদাহরণ?

ক. গণতান্ত্রিক খ. একনায়কতান্ত্রিক

গ. সমাজতান্ত্রিক ঘ. রাজতান্ত্রিক

২৯. কোন শাসনব্যবস্থা গণতন্ত্রের উপযোগী?

ক. রাষ্ট্রপতি শাসিত খ. সামরিক

গ. সমাজতান্ত্রিক ঘ. একনায়কতন্ত্র

৩০. কোন রাষ্ট্রব্যবস্থায় ব্যক্তি রাষ্ট্রের জন্য, রাষ্ট্র ব্যক্তির জন্য নয়?

ক. একনায়কতান্ত্রিক খ. গণতান্ত্রিক

গ. রাজতান্ত্রিক ঘ. প্রজাতান্ত্রিক

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.খ ২২.গ ২৩.ক ২৪.খ ২৫.ক ২৬.গ ২৭.খ ২৮.খ ২৯.ক ৩০.ক

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা