বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

তাহারেই পড়ে মনে

১৯. ‘তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।’—তাহারে বলতে কবি কাকে বুঝিয়েছেন?

ক. কবির বন্ধুকে

খ. কবির স্বামীকে

গ. কবির নিকটাত্মীয়কে

ঘ. বসন্ত ঋতুকে

২০. ‘এখনো দেখনি তুমি’—এ চরণ দ্বারা কবির কোন ভাবনাকে নির্দেশ করে?

ক. কবির একাগ্রতা

খ. কবির উদাসীনতা

গ. কবির শোকাচ্ছন্নতা

ঘ. কবির একাকিত্ব

২১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ঋতুর রাজন বলতে কী বোঝানো হয়েছে?

ক. গ্রীষ্ম খ. বর্ষা

গ. হেমন্ত ঘ. বসন্ত

২২. মৃদু মধু স্বরে কবি কী বললেন?

ক. রহেনি, সে ভুলেনি তো

খ. তার কণ্ঠে শুনি এ মোর মিনতি

গ. নাই হলো, না হোক এবারে

ঘ. দক্ষিণ দুয়ার গেছে খুলি

২৩. ‘উন্মনা’ শব্দের অর্থ কী?

ক. অন্যমনস্ক খ. পাগল

গ. উৎফুল্ল ঘ. অলস

২৪. মাঘের সন্ন্যাসী কোথায় গিয়েছে?

ক. কুহেলী উত্তরী তলে

খ. দিগন্তের পথে

গ. তীর্থস্থানে

ঘ. সুদূর উত্তরে

২৫. কবি সুফিয়া কামাল নতুন ফুল দিয়ে কী করেননি?

ক. ঘর সাজাননি খ. অর্ঘ্য সাজাননি

গ. মালা গাঁথেননি ঘ. ফুলদানি সাজাননি

২৬. ধরায় কী এসেছে?

ক. বাতাস খ. ফাগুন

গ. বসন্ত ঘ. স্বর্গীয় দেবী

২৭. কবি নিজে কোন অলংকারে সাজেননি?

ক. সোনার অলংকারে

খ. রুপার অলংকারে

গ. ফুলের অলংকারে

ঘ. মাটির অলংকারে

২৮. শীত প্রকৃতিতে কী দেয়?

ক. নতুন আমেজ খ. রিক্ততার রূপ

গ. শুষ্কতা ঘ. শূন্যতা

২৯. মানবমনের অফুরন্ত আনন্দের উৎস কোনটি?

ক. সাগরের সৈকত খ. ফুলের সৌন্দর্য

গ. প্রকৃতির সৌন্দর্য ঘ. সূর্যাস্তের দৃশ্য

৩০. ‘সাঁঝের মায়া’ কার উল্লেখযোগ্য গ্রন্থ?

ক. রোকেয়া সাখাওয়াত হোসেন

খ. সুফিয়া কামাল

গ. সুকান্ত ভট্টাচার্য

ঘ. দিলওয়ার

সঠিক উত্তর

তাহারেই পড়ে মনে: ১৯.খ ২০.খ ২১.ঘ ২২.গ ২৩.ক ২৪.খ ২৫.ক ২৬.খ ২৭.গ ২৮.খ

২৯.গ ৩০.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]