৪১. Positive Philosophy কয়টি খণ্ডে প্রকাশিত হয়?
ক. ৪ টি খ. ৫ টি
গ. ৬ টি ঘ. ৮ টি
৪২. সমাজবিজ্ঞান সমাজে বসবাসরত মানুষের কী আলোচনা করে?
ক. পারস্পরিক সম্পর্ক
খ. পারস্পরিক যৌথক্রিয়া
গ. আচার–আচরণ
ঘ. দ্বন্দ্ব-সংঘাত
৪৩. সমাজের পাঠ হিসেবে সমাজবিজ্ঞান সম্পর্কে কী বলা চলে?
ক. পূর্ণাঙ্গ আলোচনা খ. আংশিক আলোচনা
গ. স্বার্থসংক্রান্ত ঘ. সহযোগিতামূলক
৪৪. সিগমুন্ড ফ্রয়েড কে ছিলেন?
ক. রাষ্ট্রবিজ্ঞানী খ. নৃবিজ্ঞানী
গ. মনোবিজ্ঞানী ঘ. দার্শনিক
৪৫. এডওয়ার্ড বার্নেট টেইলরের বিখ্যাত গ্রন্থের নাম কী?
ক. Primitive Cultur
খ. The Priner
গ. The Republic
ঘ. The New Science
৪৬. শিক্ষা সমাজবিজ্ঞানে জানা যায়—
i. শিক্ষার কার্যাবলি সম্পর্কে
ii. শিক্ষার ভূমিকা
iii. শিক্ষার উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. মানুষের আচার-আচরণ, বুদ্ধিমত্তা, আবেগ ইত্যাদি বিষয় সমাজবিজ্ঞানের কোন শাখায় জানা যায়?
ক. সাংস্কৃতিক সমাজবিজ্ঞান
খ. পরিবেশের সমাজবিজ্ঞান
গ. সামাজিক মনোবিজ্ঞান
ঘ. সামাজিক জনবিজ্ঞান
৪৮. পরিবার সম্পর্কে সমাজবিজ্ঞানে জানা যায়—
i. জনসংখ্যা বৃদ্ধির কারণ
ii. পরিবার ভাঙনের কারণ
iii. বিবাহ ও জ্ঞাতিসম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. ‘ক’ দেশের মানুষের মধ্যে যে রোগ বেশি হয়, ‘খ’ দেশে সে রোগ কম হয়। এর কারণ সমাজবিজ্ঞানের কোন শাখার আলোচ্য?
ক. পরিবেশ সমাজ
খ. নগর সমাজবিজ্ঞান
গ. জনবিজ্ঞান
ঘ. চিকিত্সা সমাজবিজ্ঞান
৫০. প্রথম ঘটনা জরিপ পদ্ধতির প্রবর্তন করেন কে?
ক. এমিল ডুর্খেইম
খ. সেন্ট সাইমন
গ. ফ্রেডরিক-লে-প্লে
ঘ. টেইলর
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪১.গ ৪২.ক ৪৩.ক ৪৪.গ ৪৫.ক ৪৬.ঘ ৪৭.গ ৪৮.গ ৪৯.গ ৫০.গ
শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা