এইচএসসি পরীক্ষার্থী, সব বিষয়ে এখনই রিভিশন দাও

এইচএসসি পরীক্ষা ২০২৩: অধ্যক্ষের পরামর্শ

কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রেখো

কর্ণেল (অব.) নুরন্​ নবী

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, এই পরীক্ষা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এর ওপরই নির্ভর করবে তোমাদের উচ্চশিক্ষার জন্য সুযোগ। তাই এই পরীক্ষাকে যথাযথ গুরুত্বের সাথে নিতে হবে। একদিকে যেমন নিজের পড়াশোনা আরেকদিকে তেমন তোমার স্বাস্থ্য, উভয়দিকেই একইসাথে নজর দিতে হবে।

আমি খুব সংক্ষেপে তোমাদের কয়েকটি বিষয়ে আলোকপাত করব। আশাকরি তোমরা বুঝে নেবে।

  • দেশের বাইরে যারা ভর্তি হতে চাও, তাদের জন্যও ভালো ফলাফল প্রয়োজন। তাই সব বিষয়ে গুরুত্ব দেবে, কোনো বিষয়কে সহজ ভেবে কিংবা কঠিন ভেবে ফেলে রাখলে চলবে না।

  • যে বিষয়গুলো সম্পর্কে দুর্বলতা আছে, সেগুলো এখনই দূর করে নিতে হবে।

  • সব কটি বিষয়ে বইয়ের লাইন ধরে পড়তে হবে। এতে করে বহুনির্বাচনি প্রশ্নের রিভিশন হয়ে যাবে। একই সঙ্গে জ্ঞানমূলক এবং অনুধাবনের উত্তর করাও সহজ হবে। 

  • আর পরীক্ষায় খাতায় যে উত্তরগুলো লিখবে, সেখানে পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবে।

  • নিজের স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে। এখন ডেঙ্গু হচ্ছে, তাই খুব সাবধানে থাকবে।

  • অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনারা নিজ নিজ সন্তানের শারীরিক এবং মানসিক দিকগুলো খেয়াল রাখবেন।    


সবার সার্বিক মঙ্গল হোক, এই প্রত্যাশা রইল।