পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৪১. ‘মিসরকে নীলনদের দান’ বলা হয়, কারণ—
i. নীলনদ ঘিরে মিসরীয় সভ্যতা গড়ে ওঠে বলে
ii. নীলনদের কারণে কৃষিকাজের উন্নতি হয় বলে
iii. পিরামিড তৈরি হয় বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. আরব বেদুইনরা জীবিকা নির্বাহ করত—
i. পশুপালনের মাধ্যমে
ii. কৃষিকাজ করে
iii. লুটতরাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. আইয়ামে জাহেলিয়া যুগে আরবদের কবিতার মূল বিষয়বস্তু ছিল—
i. নারী
ii. বংশগৌরব
iii. যুদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. ইসলাম–পূর্ব আরবে নারীদের অবস্থা ছিল—
i. মর্যাদাপূর্ণ
ii. ভোগের সামগ্রী
iii. অবহেলিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রুদ্র প্রকৃতিতে বেঁচে থাকা, ক্ষিপ্র গতিতে যাতায়াত, যুদ্ধ, অভিজাত জীবনযাপন প্রভৃতি আরব সমাজে নির্ভর করত একটি প্রাণীর মালিকানার ওপর।
৪৫. উদ্দীপকে যে প্রাণীটির প্রতি ইঙ্গিত করা হয়েছে, তা হলো—
ক. উট খ. ঘোড়া
গ. গাধা ঘ. খচ্চর
৪৬. মানুষের জীবনে উক্ত প্রাণীর যে প্রভাব ছিল—
i. যুদ্ধজয়
ii. কৃষিকাজ
iii. যাতায়াত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
X যুগকে পুরোপলীয় ও নবোপলীয় এই দুই ভাগে ভাগ করা যায়। পুরোপলীয় যুগের উন্নততর সংস্কার হচ্ছে নবোপলীয় যুগ। এ যুগে মানুষ যাযাবর জীবন থেকে সভ্য জীবনে পদার্পণ করতে শেখে।
৪৭. উদ্দীপকে ‘X’ যুগ বলতে কোন যুগকে বোঝানো হয়েছে?
ক. ঐতিহাসিক খ. লৌহ
গ. প্রাগৈতিহাসিক ঘ. আধুনিক
৪৮. উদ্দীপকে উল্লিখিত যুগে মানুষের যাযাবর থাকার নেপথ্যে কোন বিষয়টি প্রভাব ফেলে?
ক. সভ্যতা গড়ে তোলার জন্য স্থানান্তরিত হওয়া
খ. শিকারের জন্য স্থানান্তরিত হওয়া
গ. কৃষির জন্য স্থানান্তরিত হওয়া
ঘ. কাজের উদ্দেশ্যে স্থানান্তরিত হওয়া
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
স্বৈরশাসক ইদি আমিনের শাসনকালে অন্যায় অত্যাচার, কলহ, বিবাদ, সাধারণ লোকদের হত্যা, নারীদের লাঞ্ছনা ও মানবাধিকার হরণ সমাজকে কলুষিত করেছিল।
৪৯. আলোচ্য উদ্দীপক কোন যুগের কথা মনে করিয়ে দেয়?
ক. প্রাগৈতিহাসিক খ. ঐতিহাসিক
গ. ব্রোঞ্জ ঘ. জাহেলিয়া
৫০. উল্লিখিত যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো—
i. বর্বর জীবনযাপন
ii. উন্নত সংস্কৃতির ধারক
iii. অজ্ঞতা ও নিষ্ঠুরতা জর্জরিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪১.ক ৪২.খ ৪৩.ঘ ৪৪.গ ৪৫.ক ৪৬.খ ৪৭.গ ৪৮.খ ৪৯.ঘ ৫০.খ
শেখ মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)