বাক্যের নির্দেশানুসারে রূপান্তর করো - বাংলা ২য় পত্র | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

বাক্যের নির্দেশানুসারে রূপান্তর করো

প্রশ্ন: সে মরবে, তবু এ কথা বলবে না। (মিশ্র বাক্য)

উত্তর: সে যদি মরেও যায়, তবু এ কথা বলবে না।

প্রশ্ন: রহিমের স্বাস্থ্য ভালো নয়। (অস্তিবাচক)

উত্তর: রহিমের স্বাস্থ্য মন্দ।

প্রশ্ন: সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক)

উত্তর: সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।

প্রশ্ন: ছাত্রদের অধ্যয়নই তপস্যা। (জটিল)

উত্তর: যারা ছাত্র, অধ্যয়নই তাদের তপস্যা।

প্রশ্ন: সেই বাঁশির সুর ভারি মিষ্টি। (বিস্ময়সূচক)

উত্তর: কী মিষ্টি সেই বাঁশির সুর!

প্রশ্ন: সৌরভের স্বাস্থ্য ভালো নয়। (অস্তিবাচক)

উত্তর: সৌরভের স্বাস্থ্৵ খারাপ।

প্রশ্ন: লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। (যৌগিক বাক্য)

উত্তর: লোকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।

প্রশ্ন: এত সাধনা করলাম কিন্তু তোমার মন পেলাম না। (সরল বাক্য)

উত্তর: এত সাধনা করেও তোমার মন পেলাম না।

প্রশ্ন: জাদুঘর আমাদের আনন্দ দেয়। (প্রশ্নবোধক)

উত্তর: জাদুঘর আমাদের আনন্দ দেয় না কি?

প্রশ্ন: এ কথা স্বীকার করতেই হয়। (নেতিবাচক)

উত্তর: এ কথা অস্বীকার করা চলে না।

প্রশ্ন: একেই কি বলে সভ্যতা? (নেতিবাচক)

উত্তর: একেই সভ্যতা বলে না।

প্রশ্ন: কাজ না করলে চলে যাও। (যৌগিক)

উত্তর: কাজ করো নয়তো চলে যাও।

প্রশ্ন: অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করব। (নেতিবাচক)

উত্তর: অনুষ্ঠানটি আমি ছাড়া কেউ উপস্থাপনা করবে না।

প্রশ্ন: উদারতা কৃপণদের ধর্ম নয়। (অস্তিবাচক)

উত্তর: অনুদারতা কৃপণদের ধর্ম।

প্রশ্ন: এ দেশ বড় বিচিত্র। (বিস্ময়বোধক)

উত্তর: কী বিচিত্র এ দেশ!

প্রশ্ন: কাজটা তোমার করা উচিত। (অনুজ্ঞাবাচক)

উত্তর: কাজটা তুমি করো।

প্রশ্ন: সূর্যোদয়ে আঁধার কেটে যাবে। (জটিল)

উত্তর: যদি সূর্যোদয় হয়, তবে আঁধার কেটে যাবে।

প্রশ্ন: যারা সংস্কৃতিবান, তারা শান্তিপ্রিয় হয়। (সরল)

উত্তর: সংস্কৃতিবানরা শান্তিপ্রিয় হয়।

প্রশ্ন: বিপন্নদের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাসূচক)

উত্তর: বিপন্নদের সেবা করো।

প্রশ্ন: সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। (প্রশ্নবোধক)

উত্তর: সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়?

প্রশ্ন: রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য খুবই চমৎকার। (বিস্ময়বোধক)

উত্তর: বাহ! রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য কী চমৎকার।

প্রশ্ন: আশপাশে কোনো শব্দ নেই। (অস্তিবাচক)

উত্তর: আশপাশ সম্পূর্ণ নীরব।

প্রশ্ন: দুই মিনিট পর মেট্রোরেল এল। (যৌগিক)

উত্তর: দুই মিনিট অতিবাহিত হলো এবং  মেট্রোরেল এল।

প্রশ্ন: আইন মেনে চলা কর্তব্য। (অনুজ্ঞাসূচক)

উত্তর: আইন মেনে চলবে।

প্রশ্ন: আমি আশা ছাড়িতে পারিলাম না। (অস্তিবাচক)

উত্তর: আমি আশা করিয়া রহিলাম।

প্রশ্ন: যদিও সে অশিক্ষিত, তবুও সে দেশপ্রমিক। (যৌগিক)

উত্তর: সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক।

প্রশ্ন: মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (নেতিবাচক)

উত্তর: মাতৃভূমিকে কেউ ঘৃণা করে না।

প্রশ্ন: আমার কেনা বইটি খুব দামি। (জটিল)

উত্তর: আমি যে বইটি কিনেছি, সেটি খুব দামি।

প্রশ্ন: কেউ অন্ধের দুঃখ বুঝল না। (প্রশ্নবোধক)

উত্তর: কেউ কি অন্ধের দুঃখ বুঝল?

প্রশ্ন: পৃথিবী চিরস্থায়ী নয়। (অস্তিবাচক)

উত্তর: পৃথিবী ক্ষণস্থায়ী।

প্রশ্ন: লোকটি অত্যন্ত দরিদ্র। (বিস্ময়সূচক)

উত্তর: লোকটি কতই না দরিদ্র!

প্রশ্ন: যে সত্য কথা বলে, সবাই তাকে ভালোবাসে। (সরল)

উত্তর: সত্যবাদীকে সবাই ভালোবাসে।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা