কোণভেদে ত্রিভুজের প্রকারভেদঃ
কোণভেদে ত্রিভুজ তিন প্রকার। যথা—
১. সূক্ষ্মকোণী ত্রিভুজ
২. সমকোণী ত্রিভুজ
৩. স্থূলকোণী ত্রিভুজ
১. সূক্ষ্মকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।
চিত্রে ABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এর ∠BAC, ∠ABC, ∠BCA তিনটি কোণই সূক্ষ্মকোণ। অর্থাৎ প্রতিটি কোণের পরিমাপ ৯০° অপেক্ষা কম।
২. সমকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে।
চিত্রে ABC একটি সমকোণী ত্রিভুজ। এর ∠ABC একটি সমকোণ।
৩. স্থূলকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে।
চিত্রে ABC একটি স্থূলকোণী ত্রিভুজ। এর ∠ABC একটি স্থূলকোণ, অপর কোণ দুইটি ∠ACB ও ∠BAC সূক্ষ্মকোণ।
রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা