বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০) : অধ্যায় ৩ | ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৫১. অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে m–এর মান কত?

ক. ৩ খ. ২

গ.১ ঘ. ১/২

৫২. ত্রৈমাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে m–এর মান কত?

ক. ৪ খ. ৩

গ. ২ ঘ.১/৩

৫৩. দ্বিমাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে m এর মান কত লেখা হয়?

ক. ২ খ. ৬

গ. ৮ ঘ. ১২

৫৪. মাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে m–এর মান কত?

ক. ১ খ. ৬

গ. ১২ ঘ. ১৮

৫৫. সাপ্তাহিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে তুমি m–এর মান কত লিখবে?

ক. ৭ খ. ২৮

গ. ৪৮ ঘ. ৫২

৫৬. দৈনিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে m–এর মান কত ব্যবহার করা হয়ে থাকে?

ক. ১ খ. ৩০০

গ. ৩৬৫ ঘ. ৭৩০

৫৭. জনতা ব্যাংকে আমানতের ওপর যদি প্রতি চার মাস পরপর সুদ গণনা করা হয়, তাহলে m–এর মান কত ধরা হবে?

ক. ৪ খ. ৩

গ. ২ ঘ. ১/৪

৫৮. চিরস্থায়ী বৃত্তির ক্ষেত্রে—

i. বৃত্তির পরিমাণ অসমান থাকে

ii. কিস্তির পরিমাণ সমান থাকে

iii. অনির্দিষ্টকাল পর্যন্ত কিস্তি প্রদান করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৯. অর্থের সময় মূল্যের নির্ধারক—

i. মুদ্রাস্ফীতির হার

ii. সুদের হার

iii. মেয়াদ বা সময়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬০. ভবিষ্যতে প্রাপ্য অর্থের বর্তমান মূল্যের পরিমাণ নির্ভর করে—

i. বাট্টার হার

ii. সময়

iii. অতীত মূল্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৫১.খ ৫২.ক ৫৩.খ ৫৪.গ ৫৫.ঘ ৫৬.গ ৫৭.খ ৫৮.গ ৫৯.ঘ ৬০.ক

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা