বাংলাদেশের স্বাধীনতা - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অধ্যায় ১ | পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো 

প্রশ্ন:         সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্র।

উত্তর: ১৯৪৭ সালে 

প্রশ্ন:         সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে।

উত্তর: ১৯৭০ সালে 

প্রশ্ন: ১৯৭১ সালের         পাকিস্তানি সেনাবাহিনীর নারকীয় গণহত্যা এবং বাঙালিদের প্রতিরোধ সংঘটিত হয়।

উত্তর: ২৫ মার্চে 

প্রশ্ন:         বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শুরু হয়।

উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চ 

প্রশ্ন:         গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়।

উত্তর: মুজিবনগর সরকার 

প্রশ্ন: ১৯৭১ সালের         মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়।

উত্তর: ১১ জুলাই 

প্রশ্ন: যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা 

দেশকে         ভাগ করা হয়েছিল।

উত্তর: ১১টি সেক্টরে 

প্রশ্ন: ত্রিশ হাজার নিয়মিত যোদ্ধাকে নিয়ে গঠিত বাহিনীর নাম        

উত্তর: মুক্তিফৌজ।

প্রশ্ন:         গ্রুপ অস্ত্র বহন করত এবং সম্মুখযুদ্ধে অংশ নিত।

উত্তর: অ্যাকশন

প্রশ্ন:          শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করত।

উত্তর: ইন্টেলিজেন্স গ্রুপ 

প্রশ্ন:         ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান।

উত্তর: জয় বাংলা

প্রশ্ন: প্রতিবছর ১৪ ডিসেম্বর          পালন করা হয়।

উত্তর: শহিদ বুদ্ধিজীবী দিবস

প্রশ্ন: প্রতিবছর ১৬ ডিসেম্বর আমরা         পালন করি।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা