দশম শ্রেণির পড়াশোনা
২১. নিরীক্ষকের বিল বাণিজ্যিক ব্যাংকে কী হিসাবে ব্যবহৃত হয়?
ক. খরচের খাত খ. আয়ের খাত
গ. তহবিলের উৎস ঘ. রক্ষাকবচ
২২. বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে প্রচলন করে কোনটি?
ক. ডিবেঞ্চার খ. সঞ্চয়পত্র
গ. প্রাইজবন্ড ঘ. হুন্ডি
২৩. কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য?
ক. কর্মসংস্থানের সৃষ্টি
খ. জনকল্যাণ
গ. সম্পদের সুষম বণ্টন
ঘ. বিনিময়ের মাধ্যম
২৪. ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কাজ?
ক. ঋণ আমানত সৃষ্টি
খ. বিনিময় বিল ভাঙানো
গ. বিনিময়ের মাধ্যম সৃষ্টি
ঘ. অছি হিসেবে কাজ
২৫. LC-এর পূর্ণরূপ কী?
ক. Letter of Commerce
খ. Letter of Certificates
গ. Letter of Credit
ঘ. Letter of Cost
২৬. বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকে কোন হিসাব খুলতে হয়?
ক. সঞ্চয়ী হিসাব খ. চলতি হিসাব
গ. স্থায়ী হিসাব ঘ. প্রত্যয় হিসাব
২৭. নিচের কোনটির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়?
ক. বাণিজ্য ঘাটতি
খ. মুদ্রাস্ফীতি
গ. স্থিতিশীল রাজনীতি
ঘ. তারল্য সংকট
উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
করিমের কাছে ৫,০০০ টাকার একটি বিল আছে, যা তিন মাস পরে মেয়াদপূর্তি হবে। কিন্তু তার আগেই টাকার প্রয়োজন হলে করিম ব্যাংকে গেল বিলটি ভাঙাতে। ব্যাংক তাকে ৪,৮০০ টাকা প্রদান করল।
২৮. করিমের ব্যাংক থেকে কম টাকা পাওয়াকে কী বলে?
ক. নগদ বাট্টাকরণ
খ. বিনিময় বিল বাট্টাকরণ
গ. ব্যবসায়ের বাট্টাকরণ
ঘ. তালিকামূল্যের বাট্টাকরণ
২৯. উপর্যুক্ত ঘটনায় ব্যাংকের মুনাফা কত?
ক. ২০০ টাকা খ. ৫০০ টাকা
গ. ৮০০ টাকা ঘ. ৪,৮০০ টাকা
৩০. বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠায় মালিকগণ মূলধন সরবরাহ করলে তা কোন ধরনের তহবিল উৎস হিসেবে বিবেচিত হবে?
ক. পরিশোধিত মূলধন
খ. সংরক্ষিত তহবিল
গ. আমানত
ঘ. ধার গ্রহণ
সঠিক উত্তর
অধ্যায় ১০: ২১.ক ২২.ঘ ২৩.খ ২৪.গ ২৫.গ ২৬.ক ২৭.খ ২৮.খ ২৯.ক ৩০.ক
নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)