বাংলা - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

কাঞ্চনমালা আর কাঁকনমালা

৫. প্রশ্ন: তুমি কি মনে করো অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল?

উত্তর: অচেনা লোকটির মন্ত্রবলে রাজার শরীরের সব সুচ নকল রানির চোখেমুখে বিঁধে যায়। লোকটা যদি রাজার প্রাণ রক্ষায় এগিয়ে না আসত, তাহলে রাজা হয়তো শেষ পর্যন্ত মারা যেতেন। আমি মনে করি অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেয়েছে।

৬. প্রশ্ন: কীভাবে লোকেরা নকল রানিকে বুঝে ফেলল?

উত্তর: অচেনা মানুষটির ফরমাশে কাঁকনমালা আর কাঞ্চনমালা পিঠা তৈরি করে আর উঠানে আলপনা আঁকে। কাঁকনমালার তৈরি পিঠা ছিল বিস্বাদ এবং আলপনা আঁকছিল অসুন্দর। অন্যদিকে কাঞ্চনমালার তৈরি পিঠা ছিল সুস্বাদু এবং আলপনা আঁকাও ছিল চমত্কার। দুজনের পিঠা তৈরি ও আলপনা আঁকার ধরন দেখে লোকেরা বুঝে ফেলল, কে আসল রানি আর কে দাসী।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা