পুনবি৴ন্যাসকৃত সিলেবাস অনুসারে
১৫. EIR–এর পূর্ণ রূপ কী?
ক. Essential Interest Rate
খ. Effective Interest Rate
গ. Electronic Interest Rate
ঘ. Economic Interest Rate
১৬. চিরস্থায়ী বৃত্তিকে কী নামে অভিহিত করা হয়?
ক. Annuity
খ. Annuity Due
গ. Perpetuity
ঘ. Ordinary Annuity
১৭. Annuity Due দ্বারা নিচের কোনটিকে বোঝানো হয়?
ক. অগ্রিম বৃত্তি খ. বকেয়া বৃত্তি
গ. সাধারণ বৃত্তি ঘ. চিরস্থায়ী বৃত্তি
১৮. প্রান্তীয় মূল্য দ্বারা নিচের কোনটিকে বোঝানো হয়?
ক. অতীত মূল্য খ. ভবিষ্যৎ মূল্য
গ. বর্তমান মূল্য ঘ. অবচিত মূল্য
১৯. চক্রবৃদ্ধি সুদ বোঝানোর জন্য নিচের কোন পদটি ব্যবহৃত হয়ে থাকে?
ক. Circular Interest
খ. Simple Interest
গ. Compound Interest
ঘ. Circular growth rate
২০. নিচের কোনটি অর্থের সময়মূল্যের নির্ধারক নয়?
ক. সময় খ. সুদের হার
গ. আমদানি নীতি ঘ. মুদ্রাস্ফীতির হার
২১. অর্থের মূল্য পরিবর্তন বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক. অর্থের পরিমাণের পরিবর্তন
খ. অর্থের পরিমাণ বৃদ্ধি
গ. অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস বা বৃদ্ধি
ঘ. অর্থের পরিমাণ হ্রাস
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. গ ২১. গ
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা