২১. টিউমার ও ক্যানসার সৃষ্টি হয় কোন ধরনের কোষ বিভাজনের ফলে?
ক. মাইটোসিস
খ. অ্যামাইটোসিস
গ. মিয়োসিস
ঘ. অনিয়ন্ত্রিত মাইটোসিস
২২. কোষপ্লেট কী দ্বারা গঠিত হয়?
ক. রাইবোজোম দ্বারা
খ. এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশ দ্বারা
গ. গলজি বডি দ্বারা
ঘ. লাইসোজোম দ্বারা
২৩. ক্যানসার কোষ তৈরিতে সহায়ক হিসেবে শনাক্তকৃত জিনের সংখ্যা কত?
ক. শতাধিক খ. সহস্রাধিক
গ. লক্ষাধিক ঘ. প্রায় এক কোটি
২৪. মাইটোসিস বিভাজনে—
i. জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়
ii. কোষের স্বাভাবিক আকার বজায় থাকে
iii. ক্ষতস্থান পূরণ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. প্রোফেজ পর্যায়ে—
i. ক্রোমোজোম সরু ও লম্বা হয়
ii. নিউক্লিয়াস আকারে বড় হয়
iii. দুটি ক্রোমাটিড উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. মেটাফেজ ধাপের শেষে বিলুপ্ত হয়—
i. সেন্ট্রোমিয়ার
ii. নিউক্লিওলাস
iii. নিউক্লিয়ার মেমব্রেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. নিচের কোন বিভাজনের এক চক্রে নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়?
ক. অ্যামাইটোসিস খ. মাইটোসিস
গ. মিয়োসিস ঘ. প্লাজমোলাইসিস
২৮. মিয়োসিস বিভাজনের অপর নাম কী?
ক. প্রত্যক্ষ বিভাজন
খ. সমীকরণিক বিভাজন
গ. দ্বি–বিভাজন
ঘ. হ্রাসমূলক বিভাজন
২৯. কোন বিভাজনের কারণে প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকে থাকে?
ক. মাইটোসিস খ. মিয়োসিস
গ. অ্যামাইটোসিস ঘ. দ্বি–বিভাজন
৩০. জনন মাতৃকোষে কোন বিভাজন ঘটে?
ক. মাইটোসিস খ. অ্যামাইটোসিস
গ. প্লাজমোডিয়াম ঘ. মিয়োসিস
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২১.ঘ ২২.খ ২৩.খ ২৪.ঘ ২৫.গ ২৬.গ ২৭.গ ২৮.ঘ ২৯.খ ৩০.ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা