৯১. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন–রাত্রি সমান হয় কেন?
ক. সূর্য পশ্চিম দিকে হেলে বলে
খ. সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয় বলে
গ. সুমেরু বৃত্ত সূর্যের দিকে হেলে থাকে বলে
ঘ. কুমেরু বৃত্ত সূর্যের দিকে হেলে থাকে বলে
৯২. পৃথিবীর দিন–রাত্রি সংঘটিত হওয়ার যথার্থ কারণ কী?
ক. পৃথিবীর আবর্তন গতি
খ. সূর্যকে প্রদক্ষিণ করা
গ. পৃথিবীর মহাকর্ষ বল
ঘ. পৃথিবীর অভিকর্ষ বল
৯৩. নক্ষত্রগুলো যে ধরনের গ্যাস দিয়ে তৈরি—
i. হাইড্রোজেন গ্যাস
ii. হিলিয়াম গ্যাস
iii. নাইট্রোজেন গ্যাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৪. গ্রহগুলো আবর্তন করে যেভাবে—
i. মহাকর্ষ বলের প্রভাবে
ii. সূর্যকে কেন্দ্র করে
iii. উপগ্রহকে কেন্দ্র করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৫. মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব সম্ভব নয় যে কারণে—
i. এখানে অক্সিজেনের পরিমাণ খুব কম
ii. এখানে পানির পরিমাণ খুব কম
iii. এখানে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ খুব বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৬. উপগ্রহগুলো ঘুরছে। এর যথার্থ কারণ হলো—
i. মহাকর্ষ বল দ্বারা
ii. উত্তর থেকে দক্ষিণে
iii. গ্রহকে কেন্দ্র করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৭. কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়—
i. সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে
ii. বিষুবলম্বের সাহায্যে
iii. ধ্রুবতারার সাহায্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৮. বিষুবরেখার অন্য নাম হচ্ছে—
i. মহাবৃত্ত
ii. গুরুবৃত্ত
iii. মেরুবৃত্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৯. দ্রাঘিমা নির্ণয় করা যায় যে পদ্ধতিতে—
i. স্থানীয় সময়ের পার্থক্য দ্বারা
ii. আন্তর্জাতিক পার্থক্যের মাধ্যমে
iii. গ্রিনিচের সময় দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০০. পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না যে কারণে—
i. পৃথিবীর সঙ্গে সমগতিতে আমরাও আবর্তন করছি বলে
ii. অভিকর্ষ শক্তি দ্বারা পৃথিবী আমাদের আকর্ষণ করছে বলে
iii. পৃথিবীর আয়তনের তুলনায় আমরা বেশি ক্ষুদ্র বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৯১.খ ৯২.ক ৯৩.ক ৯৪.ক ৯৫.ঘ ৯৬.খ ৯৭.ঘ ৯৮.ক ৯৯.খ ১০০.ঘ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা