মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের অধীনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য নিচের নির্দেশাবলি মেনে অনলাইনে রেজিস্ট্রেশন শেষ করতে বলা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের ওয়েবসাইটে e-SIF লিংকে Login করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে হবে।
রেজিস্ট্রেশনের জন্য গত বছরের এসএসসি ফরম পূরণের জন্য প্রযোজ্য login password ব্যবহার করতে হবে।
শিক্ষার্থীদের ছবি Upload করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে একজনের ছবির পরিবর্তে অন্যজনের ছবি আপলোড না হয়।
নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ব্যতীত অন্য কোনো শিক্ষার্থীকে কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশনভুক্ত করা যাবে না।
রেজিস্ট্রেশন–সংক্রান্ত ফির টাকা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ‘সোনালী সেবা’র মাধ্যমে জমা দিতে হবে।
যেহেতু বিলম্ব ফি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ নেই, তাই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
e-SIF মূল প্রিন্ট কপি (হার্ড কপি) প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে, বোর্ডে জমা দিতে হবে না।
অনলাইনে রেজিস্টেশনের শেষ তারিখ: ৪ অক্টোবর ২০২৩
ব্যাংকে টাকা জমাদানের তারিখ: ৫ অক্টোবর ২০২৩
নিশ্চায়নের শেষ তারিখ: ৯ অক্টোবর ২০২৩
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: sylhetboard.gov.bd
রেজিস্ট্রেশন ফি (শিক্ষার্থী প্রতি): ৬৫ টাকা
ক্রীড়া ফি (শিক্ষার্থী প্রতি): ৫০ টাকা
রেড ক্রিসেন্ট ফি (শিক্ষার্থী প্রতি): ১৬ টাকা
অন্ধকল্যান ফি (শিক্ষার্থী প্রতি): ৫ টাকা
বয় স্কাউট/গার্লস গাইড ফি: ১৫ টাকা
বিজ্ঞান ও প্রযুক্তি ফি (শিক্ষার্থী প্রতি): ৫ টাকা
বিএনসিসি ফি (শিক্ষার্থী প্রতি): ৫ টাকা
উন্নয়ন ফি (শিক্ষার্থী প্রতি): ৫০ টাকা
জাতীয় স্কুল ক্রীড়া এ্য়াফিলিয়েশন ফি (প্রতিষ্ঠান প্রতি): ৩০০ টাকা
স্কাউট ফি প্রতিষ্ঠান প্রতি (শুধু এক বছরের জন্য): ৫০০ টাকা