পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৫৪. কর্মী সংস্থানের কাজ ব্যবস্থাপনার কোন কাজের সঙ্গে অধিকতর সম্পর্কযুক্ত?
ক. সংগঠন খ. প্রেষণা
গ. সমন্বয় ঘ. পরিকল্পনা
৫৫. ব্যবস্থাপনা বিষয়ে মুসলিম কোন মনীষীর লেখা পাশ্চাত্য জগতে সমাদৃত হয়েছে?
ক. ইমাম বুখারী খ. ইবনে খালদুন
গ. ওমর খৈয়ম ঘ. ইমাম গাজ্জালী
৫৬. ব্যবস্থাপনার প্রথম ও মৌলিক কার্য কোনটি?
ক. নিয়ন্ত্রণ করা খ. পরিকল্পনা প্রণয়ন
গ. সংগঠন করা ঘ. কর্মী সংস্থান
৫৭. কাকে আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক বলা হয়?
ক. রবার্ট ওয়েন খ. এফ ডব্লিউ টেইলর
গ. হেনরি ফেগুল ঘ. পিটার এফ ড্রাকার
৫৮. ‘ব্যবস্থাপনা সর্বজনীন’—কথাটি কে বলেছেন?
ক. সক্রেটিস খ. অ্যাডাম স্মিথ
গ. থমাস মুর ঘ. জেমস ওয়াট
৫৯. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
ক. প্লেটো
খ. হেনরি ফেয়ল
গ. অলিভার শেলডন
ঘ. এফ ডব্লিউ টেইলর
৬০. কোনটির ওপর ভিত্তি করে ব্যবস্থাপনার অন্যান্য কার্যাবলি সম্পাদিত হয়?
ক. পরিকল্পনা খ. সংগঠন
গ. নিয়ন্ত্রণ ঘ. নির্দেশনা
৬১. নিচের কে ব্যবস্থাপনার নীতি কৌশল নির্ধারণের সঙ্গে সম্পৃক্ত থাকে?
ক. ব্যবস্থাপনা পরিচালক
খ. উৎপাদন ব্যবস্থাপক
গ. বিক্রয় ব্যবস্থাপক
ঘ. যন্ত্রপাতি ব্যবস্থাপক
৬২. নিচের কোনটি ব্যবস্থাপনার সহায়ক কার্যাবলি অন্তর্ভুক্ত?
ক. সংগঠন খ. প্রেষণা
গ. নেতৃত্ব ঘ. যোগাযোগ
৬৩. ব্যবস্থাপনা কোন ধরনের প্রক্রিয়া?
ক. ধারাবাহিক খ. অনিয়মিত
গ. বাহ্যিক ঘ. অভ্যন্তরীণ
৬৪. কাকে ‘আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক’ বলা হয়?
ক. এইচ এল গ্যান্ট খ. রবার্ট ওয়েন
গ. কার্ল মার্ক্স ঘ. চার্লস ব্যাবেজ
সঠিক উত্তর
অধ্যায় ১: ৫৪.ক ৫৫.ঘ ৫৬.খ ৫৭.গ ৫৮.ক ৫৯.ঘ ৬০.ক ৬১.ক ৬২.ঘ ৬৩.ক ৬৪.খ
মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা