সংক্ষেপে জেনে রাখি - জনসমষ্টি, পররাষ্ট্রনীতি, স্থানীয় প্রশাসন, স্থানীয় স্বায়ত্তশাসন

জনসমষ্টি

জনসমষ্টি রাষ্ট্রের প্রথম উপাদান। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি অপরিহার্য। জনহীন অরণ্য বা জনশূন্য মরুভূমিতে কখনোই রাষ্ট্র গঠন করা যায় না। একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী জনসাধারণকেই জনসমষ্টি বলে। রাষ্ট্রের জনসংখ্যা কম বা বেশি, এমনকি বিশালও হতে পারে।

পররাষ্ট্রনীতি

যে নীতির মাধ্যমে একটি রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেটাই পররাষ্ট্রনীতি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলকথা হলো—সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা ঘোষণা করেন।

স্থানীয় প্রশাসন

স্থানীয় প্রশাসন বলতে স্থানীয় পর্যায়ের বিভাগীয় জেলা ও উপজেলার শাসনব্যবস্থাকে বোঝায়। প্রশাসনের সুবিধার্থে এর সৃষ্টি। অন্যদিকে স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের নিজ শাসনকে বোঝায়। সংশ্লিষ্ট এলাকার জনগণের নিকট তা দায়বদ্ধ। যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ।

স্থানীয় স্বায়ত্তশাসন

স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের নিজ শাসনকে বোঝায়। সংশ্লিষ্ট এলাকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা তা পরিচালিত হয় এবং ওই জনগণের নিকট তারা দায়বদ্ধ থাকে। এ শাসনব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বা সরকার পরিচালনা পদ্ধতির পরিশীলিত রূপ। যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ইত্যাদি।