প্রয়োজনে প্রতিটি প্রশ্নে চিত্র এঁকে উত্তর লিখবে

এইচএসসি পরীক্ষা ২০২৩ : বিশেষ পরামর্শ

জীববিজ্ঞান ২য় পত্র

মোহাম্মদ আক্তার উজ জামান

জীববিজ্ঞান ২য় পত্রে সৃজনশীল অংশে ৫০ নম্বর, বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর, ব্যবহারিক অংশে ২৫ নম্বরসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনি অংশে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন থাকে। বহুনির্বাচনি অংশে ভালো নম্বরের জন্য সংশ্লিষ্ট অধ্যায়ের সংশ্লিষ্ট বিষয়বস্তুর সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্রের বিভিন্ন অংশ ভালো করে পড়বে।

বহুনির্বাচনি অংশে ২৫টি প্রশ্ন থাকবে। কোনো বিকল্প প্রশ্ন থাকবে না এবং সময় বরাদ্দ থাকবে ২৫ মিনিট। সৃজনশীল অংশে ৮টি প্রশ্ন থেকে ৫টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। এ ক্ষেত্রে সময় বরাদ্দ থাকবে ২ ঘণ্টা ৩৫ মিনিট।

সৃজনশীল অংশে ভালো নম্বরের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, প্রাণীর পরিচিতি (হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ), মানব শারীরতত্ত্ব: চলন ও অঙ্গচালনা এবং জিনতত্ত্ব ও বিবর্তন অধ্যায়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে।

∎ সৃজনশীল অংশে ক নম্বর প্রশ্নটি জ্ঞানমূলক। এখানে পাঠ্যপুস্তকে উল্লিখিত কোনো সংজ্ঞা জানতে চাওয়া হয়। উদাহরণস্বরূপ প্রশ্ন করা হলো, ট্যাগমাটা কাকে বলে? সংজ্ঞাটি সঠিক লিখতে পারলে শিক্ষার্থী বরাদ্দকৃত পূর্ণ ১ নম্বর পাবে। 

∎ খ নম্বর প্রশ্ন অনুধাবনমূলক। এখানে পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে কোনো বিষয়কে ব্যাখ্যা করতে হয়। যেমন প্রশ্ন করা হলো, ব্যাঙকে এক্টোথার্মিক বলা হয় কেন? উত্তর প্রদানের ক্ষেত্রে এক্টোথার্মিকের ধারণার আলোকে ব্যাঙকে ব্যাখ্যা করতে পারলেই বরাদ্দকৃত পূর্ণ ২ নম্বর পাবে। 

∎ গ নম্বর প্রশ্ন প্রয়োগমূলক। ধরা যাক, উদ্দীপকের তিনটি প্রাণীর চিত্রের প্রথমটি প্রজাপতি। প্রশ্ন করা হলো, উদ্দীপকের প্রথম প্রাণীটি কোন পর্বের? ব্যাখ্যা করো। উত্তর প্রদানের ক্ষেত্রে প্রথম প্রাণীটি চিনতে পারলে বা চিহ্নিত করতে পারলে ১ নম্বর পাবে। প্রাণীটি যে পর্বের তা লিখলে ২ নম্বর এবং পর্বের বৈশিষ্ট্যের সঙ্গে প্রাণীটি মিলিয়ে ব্যাখ্যা করতে পারলে অর্থাৎ পর্বটির বৈশিষ্ট্যের সঙ্গে উদ্দীপকের প্রথম প্রাণীটির যোগসূত্র

স্থাপন করতে পারলে বরাদ্দকৃত পূর্ণ ৩ নম্বর পাবে। 

∎ ঘ নম্বর প্রশ্নটি উচ্চতর দক্ষতাভিত্তিক। ধরা যাক, উদ্দীপকের তিনটি প্রাণীর চিত্রের দ্বিতীয় ও তৃতীয় প্রাণী যথাক্রমে কচ্ছপ ও টাকি মাছ। প্রশ্ন করা হলো, উল্লিখিত দ্বিতীয় ও তৃতীয় প্রাণী একই পর্বভুক্ত হলেও একই শ্রেণিভুক্ত নয়—বিশ্লেষণ করো। উত্তর প্রদানের ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় প্রাণী চিনতে পারলে ১ নম্বর, প্রাণী দুটির পর্বের নাম ও পর্বের বৈশিষ্ট্য লিখলে ২ নম্বর, প্রাণী দুটির শ্রেণির নাম ও শ্রেণির বৈশিষ্ট্য লিখলে ৩ নম্বর এবং শ্রেণির বৈশিষ্ট্যের আলোকে প্রাণী দুটি যে আলাদা শ্রেণির ও পর্বের বৈশিষ্ট্যের আলোকে প্রাণী দুটি যে একই পর্বের এ বিষয়ে সুস্পষ্ট মতামত প্রতিষ্ঠা করতে পারলেই বরাদ্দকৃত পূর্ণ ৪ নম্বর পাবে।

∎প্রশ্নের উত্তর–সংশ্লিষ্ট চিত্র সঠিকভাবে আঁকা গুরুত্বপূর্ণ। কাজেই এখন থেকেই চিহ্নিত চিত্র আঁকার অভ্যাস করতে হবে। প্রশ্নের উত্তর যেন নির্ধারিত সময়ে শেষ করতে পারো, সে জন্য সময়কে ভাগ করে নেবে। প্রশ্নের উত্তর    প্রাসঙ্গিক হতে হবে। লেখা শেষে উত্তরপত্র অবশ্যই রিভিশন করবে।