ইমা (EMA), যা ইউরোপিয়ান মাস্টার্স ইন হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্র্যাটিসেশন নামে পরিচিত। এক বছর তথা দুই সেমিস্টার মেয়াদি এই মাস্টার্স প্রোগ্রামটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, প্রথম সেমিস্টার ইতালির ভেনিসে গ্লোবাল ক্যাম্পাস অব হিউম্যান রাইটসের হেডকোয়ার্টারে এবং দ্বিতীয় সেমিস্টার ইউরোপের ৪৩টি বিশ্ববিদ্যালয়ের যেকোনোটিতে সম্পন্ন করতে হয়। অর্থাৎ এই মাস্টার্স প্রোগ্রামটি একই সঙ্গে একটি আবাসিক ও এক্সচেঞ্জ প্রোগ্রাম।
যাঁরা ইউরোপে শিক্ষার্থী হিসেবে যেতে চান এবং পরে ইউরোপে মানবাধিকার বিষয়ে কিংবা নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি একটি ভালো সুযোগ। এ ছাড়াও এখান থেকে গ্র্যাজুয়েট করা শিক্ষার্থীদের বেশ কিছু ভালো ক্যারিয়ার বেছে নেওয়ার সুযোগ থাকে।
বাংলাদেশিদের জন্য আবেদনের শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৪
আবেদন ফি: ৫০ ইউরো বা প্রায় ৬০৬০ টাকা
সর্বমোট ৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে এই প্রোগ্রামে, যেখানে ইউরোপ ও ইউরোপের বাইরে থেকে শিক্ষার্থী থাকবেন।
প্রথম সেমিস্টার (সেপ্টেম্বর-জানুয়ারি) ভেনিসে গ্লোবাল ক্যাম্পাস অব হিউম্যান রাইটস হেডকোয়ার্টার্সে কাটাতে হবে।
দ্বিতীয় সেমিস্টার (ফেব্রুয়ারি-জুলাই) ইউরোপের ৪৩টি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে কাটাতে হবে।
সীমিতসংখ্যক শিক্ষার্থীদের টিউশন ওয়েভার ও স্টাইপেন্ড দেওয়া হবে।
কমপক্ষে ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি (অথবা সমমানের সাধারণ ডিগ্রি) এবং ন্যূনতম ১৮০ ইসিটিএস (ECTS = European Credit Transfer and Accumulation System)।
কমপক্ষে B2 লেভেলের ইংরজি দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে যা কমপক্ষে আইইএলটিএস ৬, টোয়েফেল ৮০, ক্যামব্রিজ এক্সাম ১৬০-১৭৯ স্কোর নির্দেশ করে; যেকোনো একটি সার্টিফিকেট থাকলেই হবে সর্বোচ্চ তিন বছরের মধ্যে।
আইন, সমাজবিজ্ঞান, মানবিক (হিউম্যানিটি), মানবাধিকার—এই ধরনের বিষয়ে ভালো একাডেমিক পারদর্শিতা, একাডেমিক কাজের অভিজ্ঞতা, পাবলিকেশন, বাস্তব অভিজ্ঞতা এবং মোটিভেশন থাকতে হবে।
আবেদনকারীর একাডেমিক সক্ষমতা ও ব্যাকগ্রাউন্ড (বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত ফল, ডিগ্রি ও থিসিস বিষয়ের প্রাসঙ্গিকতা যাচাই করা হবে)
প্রাসঙ্গিক অন্যান্য একাডেমিক কার্যক্রম, কোর্স ও পাবলিকেশন
একাডেমিক জ্ঞানের সঙ্গে প্রাসঙ্গিক বাস্তব অভিজ্ঞতা
মোটিভেশন
২০২৪-২০২৫ একাডেমিক বছরের জন্য টিউশন ফি মোট ৫৬৫০ ইউরো অথবা প্রায় ৬ লাখ ৮৫ হাজার টাকা, যা দুটি কিস্তিতে পরিশোধ করা যাবে। এই ফি কভার করবে শিক্ষার্থীর দুই সেমিস্টারের সকল কোর্স, শিক্ষা উপকরণ, টিউটরিং, স্পেশালাইজড লাইব্রেরি, ক্লাস ও পরীক্ষার দিনগুলোতে দুপুরের খাবার, ফিল্ড ট্রিপ।
তবে শিক্ষার্থীর আবাসন ও আনুষঙ্গিক খরচ, ভ্রমণ, ভিসা ফি—নিজেকেই বহন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
সিভি
দুটি রেফারেন্স লেটার (একটি একাডেমিক, একটি প্রফেশনাল)
পাসপোর্টের ফটোকপি
ইংরেজির দক্ষতার প্রমাণ
আবেদন ফি পরিশোধের রসিদ
কোর্স বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকে: gchumanrights.org/education/regional-programmes/ema/about.html
আবেদনের জন্য ভিজিট করুন এই লিংকে: id.dreamapply.com/login?client=780&legacy=1