ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
গুণিতক
কোনো সংখ্যা দ্বারা যেসব সংখ্যাকে ভাগ করা যায়, সেসব সংখ্যাকে এই সংখ্যার গুণিতক বলে। যেমন ৩ এর গুণিতক হলো: ৩, ৬, ৯, ১২, ১৫ ... ইত্যাদি।
গুণনীয়ক
যেসব সংখ্যা দ্বারা কোনো সংখ্যা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেসব সংখ্যাকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। যেমন ৮ এর গুণনীয়ক হলো ১, ২, ৪, ৮।
গ.সা.গু
গ.সা.গুর পূর্ণ রূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দুই বা ততোধিক সংখ্যার সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ.সা.গু বলে। যেমন ২ ও ৩ এর গ.সা.গু হলো ১।
ল.সা.গু
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে যে গুণিতক ক্ষুদ্রতম, তাকে প্রদত্ত সংখ্যাগুলোর ল.সা.গু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। যেমন: ২ ও ৩ এর ল.সা.গু হলো ৬।
সহমৌলিক
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ উত্পাদক শুধু ১ হলে সংখ্যাগুলোকে পরস্পরের সহমৌলিক বলে। যেমন ৮ ও ৯ এর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং ৮ ও ৯ পরস্পর সহমৌলিক।
রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা