১. প্রশ্ন: পানিচক্র কী?
উত্তর: যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে, তাকেই পানিচক্র বলে।
২. প্রশ্ন: পানিদূষণ প্রতিরোধের তিনটি উদাহরণ দাও।
উত্তর: পানিদূষণ প্রতিরোধের তিনটি উদাহরণ নিচে দেওয়া হলো:
ক. কৃষির ক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে ফেলা।
খ. পানিতে ময়লা-আবর্জনা ও রাসায়নিক বর্জ্য না ফেলা।
গ. মরা জীবজন্তু পানিতে না ফেলা।
৩. প্রশ্ন: অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় লেখো।
উত্তর: অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় নিচে দেওয়া হলো—
ক. ছাঁকন
খ. থিতানো
গ. ফোটানো
ঘ. রাসায়নিক প্রক্রিয়ায় বিশুদ্ধকরণ।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা