বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ক্যাম্পাস
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ক্যাম্পাস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে পাবলিক হেলথে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে জুলাই–ডিসেম্বর ২০২৪ সেশনে দুই বছর মেয়াদি ‘মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ)’ প্রোগ্রামে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।

ভর্তি আবেদনের যোগ্যতা

  • আবেদনকারী শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অবশ্যই বিজ্ঞান বিষয় থাকতে হবে।

  • বিইউপির নির্ধারিত ক্যালকুলেশন অনুযায়ী প্রার্থীর এসএসসি, এইচএসসি, স্নাতক পাস ও স্নাতক সম্মান পরীক্ষাগুলোয় সর্বমোট কমপক্ষে ৮ পয়েন্ট থাকতে হবে।

  • ও লেভেল পাস প্রার্থীকে অবশ্যই গণিতসহ অন্তত পাঁচটি বিষয়ে, প্রতি বিষয়ে অন্তত সি গ্রেডে উত্তীর্ণ হতে হবে। এ লেভেল উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই প্রতি বিষয়ে সি গ্রেডে কমপক্ষে দুটি বিষয়ে পাস হতে হবে।

  • এমবিবিএস, বিডিএস অথবা এমডি অথবা মেডিকেল সায়েন্সে (হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক, ফিজিওথেরাপি, নার্সিং এ বিএসসি ইত্যাদি) সমমানের প্রফেশনাল ডিগ্রি অথবা লাইফ সায়েন্স, সোশ্যাল সায়েন্সেস, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, কম্পিউটার সায়েন্সেস ও ইনফরমেশন টেকনোলজিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি।

  • সব পাসকৃত পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি অথবা কমপক্ষে সিজিপিএ–৪ পয়েন্ট স্কেলে ২.৭৫ থাকতে হবে।

জেনে রাখুন

  • ইংরেজি ভাষা–২০, গণিত–২০, জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স–২০ এবং সাধারণ বিজ্ঞান-২০; মোট-৮০।

  • পরীক্ষা হবে এমসিকিউ ভিত্তিক।

  • আবেদনের শেষ তারিখ: ১৬ মে ২০২৪

  • লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান: ২৪ মে ২০২৪ শুক্রবার, সকাল ১০টা, বিইউপি ক্যাম্পাস, মিরপুর ক্যান্টনমেন্ট।

  • অনলাইন অ্যাডমিশন লিংক: admission.bup.edu.bd

  • বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: bup.edu.bd