বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে জুলাই–ডিসেম্বর ২০২৪ সেশনে দুই বছর মেয়াদি ‘মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ)’ প্রোগ্রামে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।
আবেদনকারী শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অবশ্যই বিজ্ঞান বিষয় থাকতে হবে।
বিইউপির নির্ধারিত ক্যালকুলেশন অনুযায়ী প্রার্থীর এসএসসি, এইচএসসি, স্নাতক পাস ও স্নাতক সম্মান পরীক্ষাগুলোয় সর্বমোট কমপক্ষে ৮ পয়েন্ট থাকতে হবে।
ও লেভেল পাস প্রার্থীকে অবশ্যই গণিতসহ অন্তত পাঁচটি বিষয়ে, প্রতি বিষয়ে অন্তত সি গ্রেডে উত্তীর্ণ হতে হবে। এ লেভেল উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই প্রতি বিষয়ে সি গ্রেডে কমপক্ষে দুটি বিষয়ে পাস হতে হবে।
এমবিবিএস, বিডিএস অথবা এমডি অথবা মেডিকেল সায়েন্সে (হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক, ফিজিওথেরাপি, নার্সিং এ বিএসসি ইত্যাদি) সমমানের প্রফেশনাল ডিগ্রি অথবা লাইফ সায়েন্স, সোশ্যাল সায়েন্সেস, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, কম্পিউটার সায়েন্সেস ও ইনফরমেশন টেকনোলজিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি।
সব পাসকৃত পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি অথবা কমপক্ষে সিজিপিএ–৪ পয়েন্ট স্কেলে ২.৭৫ থাকতে হবে।
ইংরেজি ভাষা–২০, গণিত–২০, জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স–২০ এবং সাধারণ বিজ্ঞান-২০; মোট-৮০।
পরীক্ষা হবে এমসিকিউ ভিত্তিক।
আবেদনের শেষ তারিখ: ১৬ মে ২০২৪
লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান: ২৪ মে ২০২৪ শুক্রবার, সকাল ১০টা, বিইউপি ক্যাম্পাস, মিরপুর ক্যান্টনমেন্ট।
অনলাইন অ্যাডমিশন লিংক: admission.bup.edu.bd
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: bup.edu.bd