নতুন শিক্ষাক্রমের নতুন বই অনুসারে নবম শ্রেণির পড়াশোনা
প্রিয় শিক্ষার্থী, যোগাযোগ মানুষের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যোগাযোগের যথাযথ পদ্ধতি জানা থাকলে জীবন অনেক সহজ হয়। তাই যোগাযোগের বিভিন্ন বিষয় ভালোভাবে আমাদের রপ্ত করা দরকার। সামনে আলোচনায় যোগাযোগের বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানব ও অনুশীলন করব।
ক. যোগাযোগের মাধ্যম:
নিচে যোগাযোগের তিনটি মাধ্যম দেখানো হলো। তুমি কী উদ্দেশ্যে, কার সঙ্গে এ ধরনের যোগাযোগ করে থাকো, তার একটি করে উদাহরণ দাও।
খ. যোগাযোগের উপকরণ:
নিচে যোগাযোগের মাধ্যম এবং এই মাধ্যমে যেসব উপকরণের ব্যবহার হয়, তা দেখানো হলো। এর মধ্যে যেসব উপকরণ তুমি ব্যবহার করো, তা ডানের কলামে লেখো।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা