দশম শ্রেণির পড়াশোনা
১১. নিবন্ধ ও শ্বেতপত্র কোন ধরনের কনটেন্ট?
ক. শব্দ খ. টেক্সট
গ. গ্রাফিকস ঘ. ভিডিও
১২. ব্লগপোস্ট কী ধরনের কনটেন্ট?
ক. লিখিত কনটেন্ট খ. শব্দ
গ. অ্যানিমেশন ঘ. চিত্র
১৩. ব্লগ পোস্ট করার জন্য কোনটি প্রয়োজন?
ক. শব্দ খ. ইন্টারনেট
গ. সংবাদপত্র ঘ. শ্বেতপত্র
১৪. ই-বুক, সংবাদপত্র কী ধরনের কনটেন্ট?
ক. শব্দ খ. বই
গ. টেক্সট ঘ. ভিডিও
১৫. ক্যামেরায় তোলা ছবি, ইনফো গ্রাফিক্স, হাতে আঁকা ছবি, অ্যানিমেটেড ছবি ও কার্টুন ছবি কী ধরনের কনটেন্ট?
ক. শব্দ খ. ছবি
গ. শ্বেতপত্র ঘ. ভিডিও
১৬. ছবি একধরনের ডিজিটাল কনটেন্ট, যাতে অন্তর্ভুক্ত রয়েছে—
ক. অঙ্কন খ. নিবন্ধ
গ. ই-বুক ঘ. পণ্যের তালিকা
১৭. কম্পিউটারে সৃষ্ট সব ধরনের ছবি কোন ধরনের কনটেন্ট?
ক. শব্দ খ. ভিডিও
গ. ছবি ঘ. টেক্সট
১৮. ভিডিও শেয়ারিং সাইটে শেয়ারকৃত ভিডিও কোন ধরনের ডিজিটাল কনটেন্ট?
ক. ছবি খ. ভিডিও
গ. অ্যানিমেশন ঘ. শব্দ
১৯. ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কী বলে?
ক. অ্যানিমেশন খ. শেয়ারিং
গ. ওয়েবিনার ঘ. ভিডিও স্ট্রিমিং
২০. ভিডিও ও অ্যানিমেশন কনটেন্টের অন্তর্ভুক্ত—
i. ভিডিও স্ট্রিমিং
ii. অ্যানিমেটেড ছবি
iii. ইউটিউব ভিডিও
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১১.খ ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.ঘ ২০.খ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা