পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
[পূর্ববর্তী লেখার পর]
৮০. ব্যবসায়ে পর্যাপ্ত পরিমাণ অর্থ হাতে রাখার কারণ কী?
ক. তারল্য সংকট মোকাবিলা করা
খ. ভবিষ্যৎ ক্রয়কার্য সম্পাদন করা
গ. অতিরিক্ত বিনিয়োগ করা
ঘ. ব্যবসায়ের সচ্ছলতা প্রকাশ করা
৮১. একটি বিনিয়োগ প্রকল্পে ক্ষতি হলে অন্য প্রকল্পের মুনাফা দ্বারা ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। এটি অর্থায়নের কোন নীতির আওতাভুক্ত?
ক. তারল্য নীতি
খ. মুনাফার নীতি
গ. বৈচিত্র্যায়নের নীতি
ঘ. ঝুঁকির নীতি
৮২. একটি ফার্মের মূল লক্ষ্য কী?
ক. মুনাফা সর্বাধিকরণ
খ. সম্পদ সর্বাধিকরণ
গ. বিক্রয় সর্বাধিকরণ
ঘ. ক্রয় সর্বাধিকরণ
৮৩. ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক কীরূপ?
ক. বিপরীত খ. সরলরৈখিক
গ. সমানুপাতিক ঘ. আনুপাতিক
৮৪. নিচের কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম?
ক. ক্রেডিট কার্ড খ. এটিএম কার্ড
গ. চেক বই ঘ. অর্থ
৮৫. ঝুঁকি ও আয়ের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
ক. ঋণাত্মক খ. ধনাত্মক
গ. নিরপেক্ষ ঘ. পক্ষপাতিত্ব
৮৬. অর্থায়নের প্রধান কাজ কোনটি?
ক. সহজ সুদে ঋণ দান
খ. তহবিল সংগ্রহ
গ. উৎস চিহ্নিতকরণ
৮৭. অর্থায়নের সঙ্গে অর্থনীতির কোন শাখার সম্পর্ক আছে?
ক. ব্যষ্টিক খ. সামষ্টিক
গ. সামগ্রিক ঘ. সামাজিক
৮৮. মেয়াদের ভিত্তিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ১ ভাগে খ. ২ ভাগে
গ. ৩ ভাগে ঘ. ৪ ভাগে
৮৯. একটা দেশের সরকার যদি উন্নয়নমূলক কোনো কাজ করতে চায়, তাহলে তারা কীভাবে এর অর্থায়ন করবে?
ক. নিজস্ব অর্থায়নে
খ. সরকারি অর্থায়নে
গ. বেসরকারি অর্থায়নে
ঘ. আন্তর্জাতিক অর্থায়নে
৯০. অর্থায়ন ও ব্যবসায়ের পারস্পরিক নির্ভরশীলতার প্রধান কারণ কী?
ক. উভয়ের লক্ষ্য তারল্য হ্রাস করা
খ. উভয়ের লক্ষ্য সমাজকল্যাণ করা
গ. উভয়ের লক্ষ্য মুনাফা ও সম্পদ সর্বোচ্চকরণ
ঘ. অর্থের উৎস নির্বাচনে যৌথ উদ্যোগ গ্রহণ
৯১. অর্থায়নে বিবেচ্য বিষয়—
i. অর্থের পরিমাণ
ii. অর্থের উৎসসমূহ
iii. অর্থ সংগ্রহ ও সঠিক ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯২. অর্থায়নের সামাজিক দায়িত্ব বৃদ্ধিকরণ—
i. মালিকের সম্পদ বৃদ্ধিকরণ
ii. জাতীয় আয় বৃদ্ধিকরণ
iii. দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯৩. পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য—
i. মুনাফা বৃদ্ধি
ii. ঝুঁকি হ্রাস
iii. বাজার নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৮০.ক ৮১.ক ৮২.খ ৮৩.খ ৮৪.ঘ ৮৫.খ ৮৬.খ ৮৭.খ ৮৮.গ ৮৯.খ ৯০.গ ৯১.ঘ ৯২.খ ৯৩.ক
মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]