১. বাংলাদেশের গ্রামে গ্রামে কোনটি এককালে বেশ প্রচলিত ছিল?
জামদানি/ মসলিন/ কাঁসা ও পিতলের বাসনপত্র
২. কোন কাজের ঐতিহ্য এ দেশে বহু যুগের?
মাদুরের/ শীতলপাটির/ পোড়ামাটির
৩. কোন অঞ্চলের শীতলপাটি সবার কাছে পরিচিত?
খুলনা/ সিলেট/ ডেমরা
৪. মসজিদ বা মন্দিরের গায়ে যেসব নকশাদার ইট দেখা যায়, তা কিসের অতুলনীয় নিদর্শন?
কুটিরশিল্পের/ মৃৎশিল্পের/ লোকশিল্পের
৫. ঢাকার নবাব পরিবার হাতির দাঁত দিয়ে কী তৈরি করিয়েছিল?
শীতলপাটি/ বাসনপত্র/ গৃহসজ্জার সামগ্রী।
উত্তর: ১. কাঁসা ও পিতলের বাসনপত্র ২. পোড়ামাটির ৩. সিলেট ৪. লোকশিল্পের ৫. শীতলপাটি
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা