ষষ্ঠ শ্রেণির নতুন বই - বিজ্ঞান | শিখন অভিজ্ঞতা ২ - সম্পর্ক নির্ধারণ ও শূন্যস্থান পূরণ করো

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা ২

সম্পর্ক নির্ধারণ করো:

১. নিউটন: বিচ্ছুরণ, হরিপদ কাপালী:—

২. দৈর্ঘ্য: মিটার, ভর:—

৩. সেলসিয়াস: ০ ডিগ্রি, ফারেনহাইট:—

৪. পদার্থবিজ্ঞান: নিউক্লিয়ার শক্তিকেন্দ্র, জৈব রসায়ন:—

৫. তাপমাত্রা: কেলভিন, সময়:—

উত্তর:

১. হরিধান, ২. কিলোগ্রাম, ৩. ৩২ ডিগ্রি, ৪. ঔষধ, ৫. সেকেন্ড।

শূন্যস্থান পূরণ করো:

ক. _____ মতে ভারী ও হালকা বস্তু ওপর থেকে ছেড়ে দিলে ভারী বস্তুটি আগে নিচে পড়বে।

খ. মিলিমিটার হচ্ছে এক মিটারের _____ ভাগের এক ভাগ।

গ. একসময় ‘আসল’ এক কেজি একটা ভর _____ একটি মিউজিয়ামে রাখা হতো।

ঘ. কেলভিন এককে পানি বাষ্পীভবনের তাপমাত্রা এবং বরফের তাপমাত্রার পার্থক্য _____ ।

ঙ. ফারেনহাইট স্কেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা _____।

উত্তর:

ক. অ্যারিস্টটলের; খ. ১০০০; গ. ফ্রান্সের; ঘ. ১০০K; ঙ. ৯৮.৪°F।

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা